পাকিস্তানকে উড়িয়ে সুপার ফোর শুরু ভারতের
১১ সেপ্টেম্বর ২০২৩

বিরাট কোহলি ও লোকেশ রাহুলের দুর্দান্ত শতকের পর কুলদীপ যাদবের ঘূর্ণিতে পাকিস্তানকে ২২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু করল ভারত।
এদিন ওয়ানডে ক্যারিয়ারে নিজের ৪৭তম শতক হাঁকানোর পাশাপাশি ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ভারতের তারকা ব্যাটার কোহলি। তার ও রাহুলের শতকে ভর করে পাকিস্তানকে ৩৫৭ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত।
জবাবে ব্যাট করতে নেমে যাদবের অসাধারণ বোলিংয়ে ৩২ ওভারে মাত্র ১২৮ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। ২৫ রানে ৫ উইকেট নেন যাদব।
বৃষ্টির শঙ্কা মাথায় রেখে সুপার ফোরে কেবল ভারত-পাকিস্তান ম্যাচের জন্য ‘রিজার্ভ ডে’ রেখেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সেই শঙ্কাকে সত্য করে ম্যাচ গড়ায় পরের দিন।
রোববার কলোম্বোতে সুপার ফোরের তৃতীয় ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
রিজার্ভ ডেতেও বৃষ্টি হানা দিলে সোমবার ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় বিকেল ৫টা ১০ মিনিটে।
আগের দিন বৃষ্টির কারণে ২৪ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে ১৪৭ রানে খেলা শেষ করা ভারত, এদিন দুই অপরাজিত ব্যাটার বিরাট কোহলি ও লোকেশ রাহুলের দুর্দান্ত শতকে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ গড়ে।
কোমরে চোটের আশঙ্কায় পেসার হারিস রউফকে ছাড়াই মাঠে নামে পাকিস্তান।
৮ রানে অপরাজিত থাকা কোহলি ও ১৭ রানে অপরাজিত থাকা রাহুল ধীরে ধীরে পাকিস্তানি বোলারদের উপর চড়াও হতে শুরু করেন। দুই জনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ২৩৩ রান।
৮৪ বলে শতক তুলে শেষ পর্যন্ত ৯৪ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১২২ রান করে ম্যাচসেরা হন কোহলি। অন্যদিকে, চোট থেকে দলে ফেরা রাহুল অপরাজিত থাকেন ১০৬ বলে ১১১ রানে।
পুরো ম্যাচেই নিষ্প্রভ থাকা পাকিস্তান বোলিং আক্রমণ এদিনও কোহলি-রাহুলদের কোনো চাপে ফেলতে পারেনি। ১০ ওভার বল করে ৭৯ রানে ১ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি।
৩৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার ইমাম-উল-হকের উইকেট হারায় পাকিস্তান। অধিনায়ক বাবরও ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৪৩ রানে হার্দিক পান্ডিয়ার অসাধারণ বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।
পাকিস্তান মিডল অর্ডার গুঁড়িয়ে দেন বাঁহাতি লেগ স্পিনার যাদব। চোটের কারণে শেষ দুই ব্যাটার নাসিম শাহ ও হারিস ব্যাট করতে না নামলে দলীয় ১২৮ রানে ফাহিম আশরাফের উইকেটেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।
এর আগে রোববার ম্যাচের প্রথম দিনে রৌদ্রোজ্জ্বল দুপুরে ব্যাট করতে নেমে ভারতকে দুর্দান্ত শুরু এনে দেন দুই উদ্বোধনী ব্যাটার অধিনায়ক রোহিত শর্মা ও শুবমান গিল। পাকিস্তান পেসারদের একেরপর এক বাউন্ডারি ও ওভার-বাউন্ডারি হাঁকিয়ে ১৩ ওভার ২ বলে দলের খাতায় ১০০ রান তোলেন তারা।
১৭তম ওভারে দলীয় ১২১ রানে এ জুটি ভাঙেন শাদাব খান। ৪৯ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৫৬ রান করা রোহিতকে সাজঘরে ফেরান তিনি। পরের ওভারেই আরেক ওপেনার ৫৮ রান করা গিলের উইকেট তুলে নেন শাহিন।
মন্তব্য করুন: