ফাইনালে তিকশানাকে পাচ্ছে না শ্রীলঙ্কা
১৬ সেপ্টেম্বর ২০২৩

ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া স্পিনার মাহীশ তিকশানাকে দলে পাচ্ছে না শ্রীলঙ্কা।
শনিবার দেশটির ক্রিকেট বোর্ড (এসএলসি) এ তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে লঙ্কানদের ২ উইকেটের রোমাঞ্চকর জয়ের ম্যাচে বাউন্ডারির কাছে বল ধরতে গিয়ে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান ২৩ বছর বয়সী তিকশানা। সেখানে দলের ফিজিওথেরাপিস্ট তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে আরও তিন ওভার বল করার পর অন্য খেলোয়াড়দের সহযোগিতায় মাঠ ছাড়েন তিনি।
তিকশানার পরিবর্তে রোববার লঙ্কানদের শিরোপা ধরে রাখার ম্যাচে দলে ডাকা হয়েছে শাহান আরাচচিগেকে।
এসএলসির মেডিকেল কমিটির প্রধানের মতে আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগেই ‘পুরোপুরি প্রস্তুত’ হয়ে উঠবেন তিকশানা।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এমআরআই স্ক্যানে চিড় ধরা পড়েছে তবে তা খুব বড় নয়। স্বাস্থ্যগতভাবে তিকশানা ঠিক আছে। সে চলাফেরা করছে এবং খুব বেশি ব্যাথা অনুভব করছে না। সামনে বিশ্বকাপ না থাকলে আমরা যে কোনোভাবে হলেও তাকে ফাইনালের জন্য প্রস্তুত করতাম। কিন্তু বিশ্বকাপ থাকায় আমরা সেই ঝুঁকি নিতে চাচ্ছি না।”
অন্যদিকে, শুক্রবার বাংলাদেশের কাছে ৬ রানে হারা ম্যাচে চোটে পড়া অক্ষর প্যাটেলের বদলি হয়ে ভারতীয় দলে যোগ দেওয়ার কথা রয়েছে অল-রাউন্ডার ওয়াশিংটন সুন্দরের।
মন্তব্য করুন: