টসের পরই বৃষ্টি, বাংলাদেশ ফিল্ডিংয়ে

২১ সেপ্টেম্বর ২০২৩

টসের পরই বৃষ্টি, বাংলাদেশ ফিল্ডিংয়ে

টসের ২৪ ঘণ্টা আগের কথা। বুধবার বাংলাদেশ-নিউ জিল্যান্ড দুই দলের অধিনায়কের প্রেস কনফারেন্সের পর হয় ট্রফি নিয়ে ফটোসেশন। এর কিছুক্ষণ পরই নামে তুমুল বৃষ্টি। তাতেই শংকা, পরের দিন ম্যাচ সময়মতো আদৌ শুরু হবে কিনা। বাংলাদেশ-নিউ জিল্যান্ড প্রথম ওয়ানডের সকাল থেকেও তো আকাশ ছিল মেঘাচ্ছন্ন। এক পশলা বৃষ্টি হলেও তীব্রতা ততটা ছিল না। মেঘলা আকাশে টস তাই হলো ঠিক সময়েই।

সেই টসে জিতেছে বাংলাদেশ। আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লিটন দাস। ৪ বোলার নিয়ে একাদশে লিটনরা। সেখানে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের মতো অভিজ্ঞরা।

তবে টসের পর আবারও নামে বৃষ্টি।

প্রায় বছর দশেক পর আবারও বাংলাদেশের মাটিতে খেলছে নিউ জিল্যান্ড। আগের দুই সফরের স্মৃতি মোটেও সুখকর নয় কিউইদের জন্য। কেননা দুবারই ওয়ানডে সিরিজে 'হোয়াইট ওয়াশ' হয়ে ফিরেছিল দলটি। বাংলাদেশ ক্রিকেটে যেটি বাংলা ওয়াশ নামে বেশি পরিচিত।  

একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামবে টাইগাররা।

বাংলাদেশ একাদশঃ

তামিম, লিটন (অধিনায়ক), তানজিদ, সৌম্য, হৃদয়, মাহমুদউল্লাহ, সোহান, মেহেদী, নাসুম, মোস্তাফিজুর, তানজিম।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add