খেলা শুরু সাড়ে ৪টায়, হবে ৪২ ওভারের ম্যাচ

২১ সেপ্টেম্বর ২০২৩

খেলা শুরু সাড়ে ৪টায়, হবে ৪২ ওভারের ম্যাচ

বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থামছিল। গ্রাউন্ডসম্যানরা একবার কাভার সরিয়ে নিচ্ছেন, কিছুক্ষণ পরই আবার ঢেকে দিচ্ছেন। মিরপুরে বাংলাদেশ-নিউ জিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের শুরুর দুই ঘণ্টা ছিল অনেকটা এমনই। 

দুপুর ২টা বেজে ২২ মিনিটে বন্ধ হয় খেলা। বৃষ্টি থামলে বিকাল ৪টায় ম্যাচ আম্পায়াররা আসেন মাঠ পরিদর্শনে। সিদ্ধান্ত জানান খেলা শুরু হবে বিকাল সাড়ে ৪টায়। প্রতি ইনিংস হবে ৪২ ওভার করে।

প্রথম পাওয়ারপ্লে কমে আসে নয় ওভারে। ১০ ওভার থেকে ৩৪ ওভার পর্যন্ত চলবে দ্বিতীয় পাওয়ারপ্লে। শেষ পাওয়ারপ্লে ৩৫ থেকে ৪২ ওভার।

দুজন বোলার করতে পারবে সর্বোচ্চ নয় ওভার এবং তিনজন বোলার করতে পারবে সর্বোচ্চ আট ওভার।  

টসের আগেও ছিল এক পশলা বৃষ্টি। টসের পরে আবার বৃষ্টি হানা দিলেও সময়মতোই শুরু হয় খেলা।

তবে নিউজিল্যান্ড ৪ ওভার ৩ বলে বিনা উইকেটে ৯ রান করার পরই বৃষ্টির কারণে থামে খেলা। মেঘলা আবহাওয়ায় টাইগার পেসারদের খেলতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল কিউই ব্যাটারদের।   

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add