১২ ওভারে নিউ জিল্যান্ড ৩৬/২

২১ সেপ্টেম্বর ২০২৩

১২ ওভারে নিউ জিল্যান্ড ৩৬/২

দুই ঘণ্টারও বেশি সময় পর শুরু হয়েছে খেলা। বৃষ্টির কারণে মাঠ ছাড়ায় আগে বাংলাদেশ পেসারদের সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছিলেন নিউ জিল্যান্ড ব্যাটাররা। টিকে ছিলেন তবুও। কিন্তু বৃষ্টির পর খেলা শুরু হতেই পাওয়ারপ্লেতে হারায় দুই উইকেট। দুজনই মোস্তাফিজুর রহমানের শিকার।

প্রথম পাওয়ারপ্লের ৯ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৯ রান। ষষ্ঠ ওভারের প্রথম বলে ফিন অ্যালেনকে ফেরান মোস্তাফিজ। উইকেট থেকে বল বাইরে সরে গেলে ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন কিউই ওপেনার।

নিজের পরের ওভারে মোস্তাফিজের আরেক শিকার। এটি যেন ঠিক প্রথম উইকেটেরই প্রতিচ্ছবি। কেবল এক রান করে ফিরলেন চ্যাড বোজ।

এর আগে নিউজিল্যান্ড ৪ ওভার ৩ বলে বিনা উইকেটে ৯ রান করার পর বৃষ্টির কারণে থামে খেলা। 

বৃষ্টি থামলে বিকাল ৪টায় ম্যাচ আম্পায়াররা আসেন মাঠ পরিদর্শনে। সিদ্ধান্ত জানান খেলা শুরু হবে বিকাল সাড়ে ৪টায়। প্রতি ইনিংস হবে ৪২ ওভার করে।

প্রথম পাওয়ারপ্লে কমে আসে নয় ওভারে। ১০ ওভার থেকে ৩৪ ওভার পর্যন্ত চলবে দ্বিতীয় পাওয়ারপ্লে। শেষ পাওয়ারপ্লে ৩৫ থেকে ৪২ ওভার।

দুজন বোলার করতে পারবে সর্বোচ্চ নয় ওভার এবং তিনজন বোলার করতে পারবে সর্বোচ্চ আট ওভার। 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add