‘প্রথম ম্যাচে না খেলার শর্তে রাজি না হওয়ায়’ বিশ্বকাপে নেই তামিম

২৭ সেপ্টেম্বর ২০২৩

‘প্রথম ম্যাচে না খেলার শর্তে রাজি না হওয়ায়’ বিশ্বকাপে নেই তামিম

বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে রওনা হওয়ার পর মুখ খুললেন তামিম ইকবাল। জানালেন, দলের ম্যানেজমেন্টের প্রস্তাব না মানায় বিশ্বকাপ দলে নেই তিনি।

বুধবার বিকেল ৫টার খানিক পরে ফেইসবুকে “আমরা চাইনি আপনারা ভুল কিছু জানুন …” শীর্ষক এক ভিডিও বার্তায় তাকে পদে পদে বাধা দেওয়ার অভিযোগ করেন দেশের অন্যতম সেরা এই ব্যাটার।

ভিডিওতে তামিম বলেন, “বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন। … উনি আমাকে বললেন যে, তুমি তো ওয়াল্ড কাপে যাবা। তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। তুমি এক কাজ করো। তুমি প্রথম ম্যাচ খেইলো না আফগানিস্তানের সঙ্গে।”

স্বভাবতই এই প্রস্তাবে তিনি রাজি হননি বলে তামিম জানান।

“এটা তো ১২ -১৩ দিনের কথা। ১২-১৩ দিনের মধ্যে আমি তো ভালো কন্ডিশনে থাকবো। আমি কি কারণে খেলবো না?”

“তখন বললো যে, আমরা এমন একটা প্ল্যান করতেছি বা আলোচনা করতেছি যে তুমি যদি খেলো, তবে তোমাকে আমরা নিচে ব্যাটিং করাবো।”

সারা জীবন ওপেনিংয়ে খেলা তামিম কথাটা কোনোভাবেই ভালোভাবে নেননি। তিনি উত্তেজিত হয়ে গিয়েছিলেন।

“আমি সেটা পছন্দ করিনি। আমার কাছে মনে হচ্ছে যে, আমাকে জোর করে করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে; ইচ্ছা করে করে।”

তখন আমি বললাম যে, দেখেন আপনারা একটা কাজ করেন। আপনাদের যদি এ রকম চিন্তাধারা থাকে তাহলে আমাকে আপনারা পাঠায়েন না। আমি নোংরামির মধ্যে থাকতে চাই না।

“প্রতিদিন একটা নতুন জিনিস আপনারা আমাকে ফেইস করাবেন। আমি জিনিসগুলোয় থাকতে চাই না।”

শেষ পর্যন্ত তামিমকে ছাড়াই বাংলাদেশ-নিউ জিল্যান্ড তৃতীয় ওয়ানডের পর ঘোষণা করা হয় বাংলাদেশের বিশ্বকাপ দল।

তামিম নির্বাচকদের বলেছিলেন যে তার শরীরের অবস্থা এমনই থাকবে এখন যেমন আছে। একটু ব্যথা থাকবে। এ বিষয়টা মাথায় রেখে দল নির্বাচন করতে অনুরোধ করেছিলেন তিনি।

পরে ‘ফিট না থাকলে খেলা উচিত না’ এমন ধরনের কথা ওঠায় তাই অবাক হয়েছেন তামিম।

তামিম জানান, তিনি বিশ্বকাপের নয় ম্যাচও কোনো সমস্যা ছাড়া হয়তো খেলতে পারতেন। আবার কয়েক ম্যাচ খেলার পর চোটেও পড়তে পারতেন। তখন চাইলেই তো বদলি খেলোয়াড় নেওয়া যেতো।

তামিম চ্যালেঞ্জ দিয়ে জানান, নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের পর ফিজিওর রিপোর্টে ছিল, তৃতীয় ম্যাচ খেলার জন্য তিনি যোগ্য। তবে ওই ম্যাচে তিনি বিশ্রাম নিলে ভারতে দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ খেলার আগে তার রিহ্যাব হয়ে যাওয়ার পর্যাপ্ত সময় পাওয়া যাবে। ফলে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার আগে বেশ ভালো অবস্থায় থাকবেন তিনি।

তবে ‘ফিটনেস’ বা ‘ইনজুরি’ ইস্যু নয়, তামিম দাবি করেন, তার সঙ্গে বিমাতাসুলভ আচরণ করেই তাকে বিশ্বকাপ থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন: