দলের ১০ ব্যাটারই স্বেচ্ছায় আউট
১০ মে ২০২৫

ক্রিকেটে কি কখনও এক সঙ্গে দলের সব ব্যাটারের স্বেচ্ছায় আউট হওয়ার কথা শোনা যায়? সেটিও আবার আন্তর্জাতিক ক্রিকেটে? এমন ঘটনাই ঘটেছে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ের এশিয়া অঞ্চলের ম্যাচে। সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মধ্যকার ম্যাচে ঘটেছে এটি। আরব আমিরাতের ১০ ব্যাটার রিটায়ার্ড আউট বা স্বেচ্ছায় আউট হওয়ার পরও তারা ম্যাচ জিতেছে ১৬৩ রানে।
শনিবার থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া অঞ্চলের বাছাইয়ে ১৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৯২ রান তুলে আরব আমিরাতের সব ব্যাটার স্বেচ্ছায় আউট হয়ে যান। জবাবে ১১ ওভার ১ বলে স্রেফ ২৯ রানে গুটিয়ে যায় কাতার।
ছেলে অথবা মেয়েদের টি-টুয়েন্টিতে এমন ঘটনা এবারই প্রথম ঘটল, যেখানে একটি দল স্বেচ্ছায় নিজেদের সব ব্যাটারদের রিয়াটার্ড আউট করে অলআউট হয়েছে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক এশা ওজা ও তীর্থ সতীশের উদ্বোধনী জুটিতে ১৬ ওভারে ১৯২ রানের সংগ্রহ পায় আরব আমিরাত। এরপর মাঠ ছেড়ে বেরিয়ে যান ১১৩ রান করা ওজা ও ৭৪ রান করা সতীশ। এরপর একে একে অন্যান্য ব্যাটাররা জুটি বেঁধে ক্রিজে এসে কোনো বল মোকাবেলা না করেই মাঠ ছেড়ে বেরিয়ে যান। এভাবে ১০ জন ব্যাটার বেরিয়ে গেলে আরব আমিরাত অলআউট হয়ে যায়।
জবাবে এক ওপেনারের ২০ রান ছাড়া কাতারের আর কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। দলের সাত ব্যাটার রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ দেখেন।
সব মিলিয়ে পুরো ম্যাচে ডাক মেরেছেন ১৫ জন, যা মেয়েদের টি-টুয়েন্টির এক ম্যাচে সর্বোচ্চ।
মন্তব্য করুন: