বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে চান উইলিয়ামসন
২৭ সেপ্টেম্বর ২০২৩

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ম্যাচগুলোতে যতটুকু সম্ভব খেলার পরিকল্পনা করছেন নিউ জিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন।
দীর্ঘ ছয় মাস মাঠের বাইরে থাকার পর ধীরে ধীরে ফিট হয়ে উঠছেন ডানহাতি এই ব্যাটার। গত এপ্রিলে আইপিএলে খেলার সময় হাঁটুর একটি লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর আবারও মাঠে ফিরছেন তিনি।
সম্প্রতি ইংল্যান্ড সিরিজে দলের সাথে পুনর্বাসনে ছিলেন উইলিয়ামসন। ভালোভাবে উন্নতি করলেও কিছু পরিমাণ ব্যথা এখনও অনুভব করছেন বলে জানান তিনি।
বুধবার বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে যাত্রার আগে উইলিয়ামসন বলেন, “নিজের এবং দলের যেন ক্ষতি না হয় সেটা মাথায় রেখে প্রস্তুতি ম্যাচগুলোতে যতটা পারা যায় অর্জন করার চেষ্টা করব। যতটা পারি সেগুলোর সঙ্গে জড়িত থাকার দৃঢ় ইচ্ছা আছে, টুর্নামেন্টের আগে যে প্রস্তুতি ম্যাচ দুটি পেয়েছি।”
আগামী ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর যথাক্রমে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে কিউইরা।
আগামী ৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে নিউ জিল্যান্ড। তার আগে নিজেকে দ্রুত ফিট হওয়ার দৌড়ে রাখলেও কিছুটা অসুবিধা অনুভব করছেন বলে জানান উইলিয়ামসন।
কিউইদের দুর্দান্ত ফিল্ডারদের মধ্যে একজন উইলিয়ামসন। তবে চোটের কারণে কোথায় ফিল্ডিং করবেন এ নিয়ে নিজেকে রাখতে হচ্ছে বিবেচনায়।
“আমরা অবশ্যই এটি বিবেচনায় রাখব। আমি সাধারণত মিড-অফে ফিল্ডিং করি। সেটাই হয়তো থাকবে।”
তবে স্লিপে ফিল্ডিং করবেন না বলেও জানান তিনি।
মন্তব্য করুন: