সেমিতে ওঠা নয়, বাবরের লক্ষ্য বিশ্বকাপ শিরোপা

২৭ সেপ্টেম্বর ২০২৩

সেমিতে ওঠা নয়, বাবরের লক্ষ্য বিশ্বকাপ শিরোপা

এশিয়া কাপের সুপার ফোরে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ করেছে পাকিস্তান। কিন্তু পাকিস্তান অধিনায়ক বাবর আজম সবাইকে মনে করিয়ে দিলেন কিছুদিন আগেও ওয়ানডের শীর্ষ দল ছিল পাকিস্তান। বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে সেমি-ফাইনাল নয় পাকিস্তানের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া বলে জানিয়েছেন তিনি।

বাবর বলেন, “শীর্ষ চারে থাকার লক্ষ্য আমাদের জন্য ছোটো। আমরা টুর্নামেন্ট জিতেই শেষ করতে চাই। বিশ্বকাপের আগে আমরা একসঙ্গে ক্যাম্প করার যথেষ্ঠ সময় পাইনি। কারণ আমরা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে খেলেছি। ক্যাম্পের বদলে ক্রিকেটারদের আমরা বিরতি দিয়েছি যাতে তারা সতেজ হয়ে জয়ের ক্ষুধা নিয়ে ফিরে আসতে পারে। আপনার যখন সেই ক্ষুধাটা থাকবে আপনি তখন ভালো খেলবেন।”

এশিয়া কাপের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছেন বলেও জানিয়েছেন ডানহাতি এই ব্যাটার।

“এশিয়া কাপের শেষ দুই ম্যাচের আগে একই দল নিয়ে আমরা খুব ভালো করছিলাম। যদিও যতটা ভালো খেলতে পারতাম ততটা পারিনি। আমরা আমাদের ভুল থেকে ব্যক্তিগত এবং দলগতভাবে শিক্ষা গ্রহণ করেছি। দলগতভাবে আমরা স্টাফদের সঙ্গে আমাদের ভুলগুলো নিয়ে আলোচনা করেছি এবং তা পেছনে ফেলে এসেছি। এশিয়া কাপ ভিন্ন একটা টুর্নামেন্ট ছিল। বিশ্বকাপ সম্পূর্ণরূপে ভিন্ন।”

এশিয়া কাপের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছেন বলে জানান বাবরওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ এই ব্যাটার আরো বলেন, “আমি চেষ্টা করি বাইরের আলোচনা যেন দলের উপর প্রভাব ফেলতে না পারে। ড্রেসিং রুমের বাইরে সব সমস্যা নিয়ে আলোচনা করি। ভিসা হাতে পেয়েছি। চুক্তি সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে এখনো আলোচনা হচ্ছে। কিন্তু আশা করছি ভালো একটা ফল পাব। পিসিবি সবসময় আমাদের বিষয়গুলো মনে রাখে। প্রত্যেকটা হারের পর অনেক আলোচনা হয় কিন্তু তা পুরোপুরি ভিন্ন দিকে মোড় নেয় (গণমাধ্যমে)। আমাদের দলটা একটা পরিবারের মত। সবাই একে অপরকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে।”

বিশ্বকাপে ভারত এবং পাকিস্তানের ম্যাচটি আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। এই ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত পাকিস্তানের অধিনায়ক।

“আহমেদাবাদের খেলা নিয়ে আমি রোমাঞ্চিত কারণ এই ম্যাচে অনেক দর্শক হবে। আমি আমার সামর্থ্য অনুযায়ী সেরা পারফর্ম করার চেষ্টা করব। আপনি যখন কোনো বড় টুর্নামেন্ট খেলবেন তা আপনার জন্য রোমাঞ্চকর এক সুযোগ। এটি নায়ক হওয়ার সুযোগ। বিশ্বকাপের পারফরম্যান্স আপনাকে ভিন্নরকম আত্মবিশ্বাস দেয়। আপনি যখন সেখানে পারফর্ম করবেন তা আপনাকে ভিন্ন এক অনুভূতি দেবে। পারফরম্যান্স ভালো হবে যখন আপনি চাপ নিবেন না।”

মন্তব্য করুন: