ফিটনেস নিয়ে তামিমের চ্যালেঞ্জ

২৭ সেপ্টেম্বর ২০২৩

ফিটনেস নিয়ে তামিমের চ্যালেঞ্জ

নির্বাচকদের যুক্তিতে তামিম ইকবাল বিশ্বকাপে নেই তার পিঠের ব্যথা ফিটনেস সমস্যার কারণে। কিন্তু বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার দাবি করলেন, ফিটনেস নিয়ে তার নতুন কোনো সমস্যা দেখা দেয়নি। বরং ফিজিওর রিপোর্টে বলা হয়েছিল, নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলার জন্য ফিট তিনি। আর বিশ্রাম নিলে ভারতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার আগে ভালো অবস্থানে থাকবেন তিনি।

বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার পর দলে না থাকার কারণ নিয়ে মুখ খোলেন তামিম। বুধবার বিকেল ৫টার খানিক পরে তিনি তার ফেইসবুক পেইজেআমরা চাইনি আপনারা ভুল কিছু জানুন …” শীর্ষক এক ভিডিও বার্তায় বিশ্বকাপ দলে তার না থাকার কারণ এবং ফিটনেস ইস্যুতে ফিজিওর রিপোর্ট নিয়ে কথা বলেন।

মঙ্গলবার বিশ্বকাপের দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে দলের প্রধান নির্বাচক নান্নু সাংবাদিকদের জানান, তামিমের ইনজুরি ফিটনেস সমস্যার কথা চিন্তা করেই টিম ম্যানেজমেন্টসহ সবার সঙ্গে আলোচনা করেই তামিমকে বিশ্বকাপ দলে রাখা হয়নি।

তামিম ইকবালের তো অনেকদিন ধরেই ইনজুরি নিয়ে চিন্তা আছে। আপনারা সবাই জানেন (তামিম) ইনজুরি নিয়ে লড়াই করছিল। নিউ জিল্যান্ড সিরিজের আগে ফিটনেস ফিরে পেয়েছে।

তবে দ্বিতীয় ম্যাচ খেলার পর আবার কিছু সমস্যার কথা বলেছে। তাই, সব কিছু বিবেচনা করেই, ওর ফিটনেসের সমস্যা, ইনজুরির কথা চিন্তা করেই, টিম ম্যানেজমেন্টসহ সবাই আলোচনা করে কোনো ঝুঁকিতে যেতে পারিনি।

গতকাল বিশ্বকাপের দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে দলের নির্বাচকরাঅন্যদিকে নিউ জিল্যান্ড সিরিজ দিয়ে চোট সেরে প্রায় আড়াই মাস পর দলে ফেরা তামিম ভিডিও বার্তায় জানান, এত দিন পর চোট সেরে ক্রিকেট খেললে ব্যথা অস্বস্তি থাকবেই। তিনি নির্বাচকদের বলেছিলেন যে তার শরীরের অবস্থা এমনই থাকবে এখন যেমন আছে। একটু ব্যথা থাকবে। বিষয়টা মাথায় রেখে দল নির্বাচন করতে অনুরোধ করেছিলেন তিনি।

ভিডিও বার্তায় তামিম সবাইকে চ্যালেঞ্জ করে জানান, তৃতীয় ওয়ানডের জন্য ফিজিও তাকে ফিট ঘোষণা করেছিলেন। রিপোর্টে বলা হয়, “আজকের দিনের হিসেবে তামিম ২৬ তারিখের ম্যাচ (৩য় ওয়ানডে) খেলার জন্য ফিট।

তবে ওই ম্যাচে তিনি বিশ্রাম নিলে ভারতে দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ খেলার আগে তার রিহ্যাব শেষ হয়ে যাওয়ার পর্যাপ্ত সময় পাওয়া যাবে। ফলে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার আগে বেশ ভালো অবস্থায় থাকবেন তিনি। রিপোর্টে ঠিক এমনটাই ছিল বলে জানান তামিম।

পরেফিট না থাকলে খেলা উচিত নাএমন ধরনের কথা ওঠায় তাই অবাক হয়েছেন তামিম।

ভিডিও বার্তায় নিজের ফিটনেস ও চলমান ইস্যু নিয়ে কথা বলছেন তামিমতামিম জানান, তিনি বিশ্বকাপের নয় ম্যাচও কোনো সমস্যা ছাড়া হয়তো খেলতে পারতেন। আবার কয়েক ম্যাচ খেলার পর চোটেও পড়তে পারতেন। তখন চাইলেই তো বদলি খেলোয়াড় নেওয়া যেত।

হ্যাঁ, আমার শরীরে পেইন ছিল, যেটা অস্বীকার করছি না। যেটা আমি প্রেস কনফারেন্সেও বলেছি। ...আমার কাছে মনে হয় না যে বিশ্বকাপে না যাওয়ার পেছনে এটার বড় অবদান ছিল। কারণ, আমি যেহেতু ইনজুরড হইনি এখনো, ব্যথা থাকতে পারে কিন্তু ইনজুরড হই নাই এখনও।

ফিটনেসবাইনজুরিইস্যু নয়, তামিম দাবি করেন, তার সঙ্গে বিমাতাসুলভ আচরণ করেই তাকে বিশ্বকাপ থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছে যার কয়েকটা উদারহণও তিনি উল্লেখ করেন ভিডিও বার্তায়।

মন্তব্য করুন: