শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে লাবুশেন

২৮ সেপ্টেম্বর ২০২৩

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে লাবুশেন

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ডানহাতি ব্যাটার মারনাস লাবুশেন। হাতের চোট থেকে সেরে না উঠলেও দলে রাখা হয়েছে বাঁহাতি ওপেনার ট্র্যাভিস হেডকে।

বৃহস্পতিবার বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এর আগে ওয়ানডে ক্রিকেটে ফর্মে না থাকায় বিশ্বকাপের প্রাথমিক দলে ছিলেন না লাবুশেন। তবে দক্ষিণ আফ্রিকা ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অসাধারণ পারফর্ম করে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা করে নিলেন এই ডানহাতি ব্যাটার।

অস্ট্রেলিয়ার বাঁহাতি অল-রাউন্ডার অ্যাশটন অ্যাগার সময়ের মধ্যে তার পায়ের চোট থেকে সেরে না ওঠায় তার বদলে দলে ঢুকতে পেরেছেন লাবুশেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে হাত ভাঙা হেড বিশ্বকাপের শুরুর দিকের ম্যাচগুলো খেলতে পারবেন না

এক বিবৃতিতে দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, “এটি অনেক কঠিন সিদ্ধান্ত ছিল। দুর্ভাগ্যবশত, চোটে থাকায় বিশ্বকাপে আমরা ট্র্যাভিস অ্যাশটন দুইজনকেই নিয়ে যেতে পারতাম না। আমরা ট্র্যাভিসকে দলের সঙ্গে টুর্নামেন্টের শুরু অংশে রাখার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি টুর্নামেন্টের মধ্য ভাগে সে খেলার জন্য সেরে উঠবে।

বেইলির মতে, হেড অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি আশাবাদী বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে সে দলে ফিরলে তা দলে ইতিবাচক ভূমিকা রাখবে।

ধারণা করা হচ্ছে বিশ্বকাপে লেগ-স্পিনার অ্যাডাম জ্যাম্পার সঙ্গে জুটি বাধবেন অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। বুধবার ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ৪০ রানে উইকেট নিয়ে অজিদের ম্যাচ জিতিয়েছেন ম্যাক্সওয়েল।

আগামী অক্টোবর চেন্নাইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচে দিয়ে এবারের আসরের অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

বিশ্বকাপে অস্ট্রেলিয়া একাদশ:

প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add