ত্রিদেশীয় সিরিজে ফাইনালের আগে জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে ফাইনালের আগে জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ। নিয়মরক্ষার শেষ ম্যাচে তাদের কাছে পাত্তাই পায়নি জিম্বাবুয়ে। স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে শিরোপা লড়াইয়ের মঞ্চে মাঠে নামবে আজিজুল হাকিম তামিমের দল।

শুক্রবার হারারেতে প্রথমপর্বের শেষ ম্যাচে কেবল ৮৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ২০৯ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।

শিরোপা লড়াইয়ে আগামী বুধবার তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

টস জিতে বোলিংয়ে নেমে প্রথম ১০ ওভারেই জিম্বাবুয়ের ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা গুটিয়ে যায় ২২ ওভার ৩ বলে।

ডানহাতি পেসে ৪টি উইকেট নেন ইকবাল হোসেন ইমন। দুটি করে শিকার ধরেন দুই স্পিনার সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম।

লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই রিফাত বেগের উইকেট হারায় বাংলাদেশ। তবে কালাম সিদ্দিকী (২০) ও রিজান হোসেনকে নিয়ে আগ্রাসী ব্যাটিংয়ে ১৫ ওভার ১ বলে দলকে সহজ জয় এনে দেন অধিনায়ক আজিজুল। বাঁহাতি এই ব্যাটার ৪৯ বলে ৪৭ এবং রিজান ২৬ বলে ২১ রানে অপরাজিত থাকেন।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। গত সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দেখায় ৯১ রানের জয়ে ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলে তারা। তবে বৃহস্পতিবার প্রোটিয়াদের কাছে ৫ উইকেটে হেরে যায় টাইগার যুবারা। কিন্তু এর আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়েকে হারানোর ফলে তাদের সঙ্গে ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশেরও।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add