এশিয়া কাপের আগে শারজায় ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান
১ আগস্ট ২০২৫

এশিয়া কাপ শুরুর আগে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে শারজায়।
শুক্রবার এক বিবৃতিতে আগস্ট-সেপ্টেম্বরে সিরিজটি আয়োজনের কথা জানায় আমিরাত ক্রিকেট বোর্ড। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রথমপর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুটি দল আগামী ৭ সেপ্টেম্বরের ফাইনালে মুখোমুখি হবে।
আইসিসির ভবিষ্যৎ সূচি পরিকল্পনা অনুযায়ী, এই সময়ে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তান। সেই সময়টি এখন ত্রিদেশীয় সিরিজের জন্য দেওয়া হলো।
২৯ জুন পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজটি। সবগুলো ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ৯টায়)।
সিরিজ শেষে ৯ সেপ্টেম্বর টি-টুয়েন্টি ফরম্যাটে আরব আমিরাতে এবারের এশিয়া কাপের আসর অনুষ্ঠিত হবে, যা চলবে ২৮ তারিখ পর্যন্ত।
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে সাদা বলের সিরিজে ব্যস্ত আছে পাকিস্তান। সেখানে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে জয় পেয়েছে তারা। অন্যদিকে গত ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত কোনো টি-টুয়েন্টি ম্যাচ খেলেনি আফগানিস্তান।
তিন দলের মধ্যে আইসিসি টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে সবার ওপরে আছে পাকিস্তান, ৮ নম্বরে। নবম স্থানে আছে আফগানিস্তান। আরব আমিরাতের অবস্থান তালিকার ১৪ নম্বরে।
মন্তব্য করুন: