শেষ মুহূর্তে ভারতের বিশ্বকাপ দলে অশ্বিন
২৮ সেপ্টেম্বর ২০২৩

সময়মত চোট থেকে সেরে না ওঠায় শেষ মুহূর্তে ভারতের বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন অক্ষর প্যাটেল। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
বৃহস্পতিবার বিশ্বকাপের দল চূড়ান্ত করে ভারত। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে দলে ফিরেই দারুণ পারফর্ম করেন অশ্বিন। দুই ম্যাচে চার উইকেট শিকার করেছেন ডানহাতি এই অফ স্পিনার।
২০১১ এবং ২০১৫ সালে দুটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের । ২০১৫ আসরে অশ্বিন ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়ে ভারতকে সেমি-ফাইনালে উঠতে সাহায্য করেন।
এশিয়া কাপের সুপার ফোর পর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পাওয়া বাঁহাতি স্পিনার অক্ষর ছিটকে গেলেও প্রায় পূর্ণ শক্তির দল নিয়ে ভারত তাদের চূড়ান্ত দল ঘোষণা করেছে। কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার এবং যশপ্রীত বুমরাহ দীর্ঘ মেয়াদের চোট থেকে ফিরে এসেছেন।
৭ অক্টোবর চেন্নাইতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে।
বিশ্বকাপের ভারত দল:
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, সূর্যকুমার যাদব, ঈশান কিশান।
মন্তব্য করুন: