ডাচদের হারিয়ে শ্রীলঙ্কার প্রথম জয়

২১ অক্টোবর ২০২৩

ডাচদের হারিয়ে শ্রীলঙ্কার প্রথম জয়

সাইব্র্যান্ড ইনগেলব্রেখট এবং লোগান ফন বিকের জুটিতে লড়াই করার মতো সংগ্রহ গড়েছিল নেদারল্যান্ড। তবে সাদিরা সামারাবিক্রমার দৃঢ়তায় আরেকটি অঘটন আর ঘটাতে পারেনি ডাচরা। তাদের উইকেটে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে শ্রীলঙ্কা।

২৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। দলীয় ১৮ রানে আরিয়ান দত্তের বলে বাস ডে লিডের হাতে ধরা পড়েন কুশল পেরেরা। ১১ রান করে আরিয়ানের দ্বিতীয় শিকারে পরিণত হন কুশল মেন্ডিস। স্লগ সুইপ করতে গিয়ে ফন মিকরেনের হাতে ধরা পড়েন লঙ্কান অধিনায়ক।

তৃতীয় উইকেট জুটিতে ৫২ রান যোগ করে সেই ধাক্কা সামাল দেন পাতুম নিশাঙ্কা এবং সাদিরা সামারাবিক্রমা। ক্রমশ ভয়ংকর হয়ে উঠতে থাকা এই জুটি ভাঙেন ফন মিকরেন। ডানহাতি এই পেসারের বলে ৫২ বলে ৫৪ রান করে উইকেটের পেছনে ধরা পড়েন ওপেনার নিশাঙ্কা।

চতুর্থ উইকেট জুটিতে সামারাবিক্রমা এবং চারিত আসালাঙ্কা ৭৭ রানের পার্টনারশিপ গড়ে শ্রীলঙ্কার জয়ের সমীকরণ সহজ করে দেয়। দুই চার এবং এক ছক্কায় ৪৪ রান করে আরিয়ানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আসালাঙ্কা।

তবে ধনঞ্জয়া ডি সিলভার (৩০) সঙ্গে আরেকটি জুটি গড়ার পর দলকে ম্যাচ জিতিয়েই ফেরেন সামারাবিক্রমা। ১০৭ বলে অপরাজিত ৯১ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন ডানহাতি এই ব্যাটার।

৪৮ ওভার বলে উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। নেদারল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন আরিয়ান। আকারমান এবং ফন মিকরেন নিয়েছেন একটি করে উইকেট। 

এর আগে লক্ষ্ণৌয়ে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল হয়নি নেদারল্যান্ডসের। একশ রানের আগে ছয়জন ডাচ ব্যাটারকে সাজঘরে ফেরায় শ্রীলঙ্কার বোলাররা। তবে সপ্তম উইকেটে ইনগেলব্রেখট এবং ফন বিকের বিশ্বকাপে সপ্তম উইকেটে রেকর্ড ১৩০ রানের জুটি ওপর ভর করে বিপর্যয় কাটায় নেদারল্যান্ডস।

দলীয় রানে বিক্রম সিংকে এলবিডব্লিইউর ফঁদে ফেলেন পেসার কাসুন রাজিতা। বিক্রম রিভিউ নিলেও তার আউটের সিদ্ধান্ত অপরিবর্তিত থেকে যায়। ম্যাক্স ওডাউড এবং কলিন আকারমান দ্বিতীয় উইকেট জুটিতে ৪১ রান যোগ করে সেই ধাক্কা সামাল দেন। দশম ওভারের শেষ বলে ওডাউডকে সাজঘরে ফেরান রাজিতা।

৪৭ রানের মধ্যে আরও তিন উইকেট হারালে ২১ ওভার বলে নেদারল্যান্ডস ছয় উইকেট হারিয়ে ৯১ রান তুলতে পারে।

এরপর ইনগেলব্রেখট এবং ফন ভিক ১৩০ রানের জুটি গড়ার পথে মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজার সপ্তম উইকেট জুটিতে বিশ্বকাপের সর্বোচ্চ ১১৬ রানের রেকর্ডকে ছাড়িয়ে যান।

৮২ বলে ৭০ রান করে দিলশান মাদুশঙ্কার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ইনগেলব্রেখট। আর ৫৯ রান করে রাজিতার বলে আসালাঙ্কার হাতে ধরা পড়েন ফন বিক। ৪৯ ওভার বলে ২৬২ রান অল-আউট হয়ে যায় নেদারল্যান্ডস। অতিরিক্ত খাত থেকে আসে ৩৩ রান।

চারটি করে উইকেট নেন লঙ্কান দুই পেসার মাদুশঙ্কা এবং রাজিতা।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add