ওয়ানডে দলে না থাকার আফসোস তাইজুলের

১ ডিসেম্বর ২০২৩

ওয়ানডে দলে না থাকার আফসোস তাইজুলের

ক্যারিয়ারে ৪৩টি টেস্ট ম্যাচ খেলা তাইজুল ইসলাম এখন পর্যন্ত ওয়ানডে খেলেছেন মাত্র ১৮টি। বল হাতে দুর্দান্ত পারফর্ম করলেও ওয়ানডেতে সুযোগ কমই পেয়েছেন। নিউ জিল্যান্ড সফরের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলেও নেই এই স্পিনারের নাম। শুক্রবার সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এটা নিয়ে অনেকটা হতাশা প্রকাশ করলেন তাইজুল।

আফসোস তো সবারই থাকে, আমারও আফসোস আছে। গতকাল তো দল দিয়েছে আসলে আমি এটা নিয়ে কথা বলতে চাই না।

প্রায় নয় বছর ধরে বাংলাদেশের জার্সি গায়ে খেলছেন তাইজুল। দীর্ঘ অভিজ্ঞতায় দলের সিদ্ধান্তে তার মতামত রাখতে পারারই কথা। নিজে কতটা মতামত রাখতে পারেন সে ব্যাপারে খুশি কিনা জানতে চাইলে তাইজুল জানান, তার দরজা দলের জন্য সব সময় খোলা আছে।

এখানে খুশি-অখুশির এমন কিছু নেই। তো আমার কাছে মনে হয় যে, অবশ্যই একটা খেলোয়াড় যখন আন্তর্জাতিকে আট বছর-দশ বছর বা ১২ বছর খেলে, তার একটা অভিজ্ঞতা হয়। আর আমার কাছে মনে হয় ক্রিকেটে এই অভিজ্ঞতাটা দলের অনেক কাজে লাগে। আসলে এটা নির্ভর করে অধিনায়কের উপর, কোচের উপর। যে আমাকে আসলে গুরুত্ব কতখানি দিচ্ছে। যদি আমাকে গুরুত্ব দেয়, আমি অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে আমার মধ্যে কী চলছে অবশ্যই আমার দরজা সবসময় খোলা।

মন্তব্য করুন: