আইপিএলের জন্য মুস্তাফিজের ছুটি একদিন বাড়ল

১৫ এপ্রিল ২০২৪

আইপিএলের জন্য মুস্তাফিজের ছুটি একদিন বাড়ল

আইপিএলের চলতি আসরে ভালো ছন্দে আছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে ৫ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১০টি। আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি বোলারের তালিকায় বাংলাদেশ দলের এই বাঁহাতি পেসার এখন আছেন ৩ নম্বরে। এবার তার ছুটিও বাড়িয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজকে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছিল বিসিবি। এবার তার ছুটি একদিন বাড়ানো হয়েছে। তাই ১ মে পর্যন্ত তিনি আইপিএল খেলতে পারবেন। ওই দিন মুস্তাফিজের চেন্নাই খেলবে পাঞ্জাব কিংসের বিপক্ষে। ২ মে মুস্তাফিজ দেশে ফিরে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

সোমবার গণমাধ্যমকে এসব তথ্য দিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন্সের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফীস। মুস্তাফিজকে আইপিএল থেকে ফেরানোর মূল উদ্দেশ্যই জিম্বাবুয়ে সিরিজ। ৩ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ ম্যাচের এই টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে। এরপর টি-টুয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষেও টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

মন্তব্য করুন: