মুস্তাফিজের `বিকল্প` হিসেবে গ্লিসনকে নিল চেন্নাই

১৮ এপ্রিল ২০২৪

মুস্তাফিজের `বিকল্প` হিসেবে গ্লিসনকে নিল চেন্নাই

আইপিএলের চলতি আসরে দারুণ পারফর্ম করে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। পেয়েছিলেন পার্পল ক্যাপও। চেন্নাই সুপার কিংসের হয়ে পাঁচ ম্যাচে তার শিকার ১০ উইকেট। তবে বেশিদিন বাংলাদেশের কাটার মাস্টারকে পাবে না চেন্নাই। জাতীয় দলের দায়িত্ব পালনে এ মাসের শেষেই তিনি দেশে ফিরবেন। তাই এখনই মুস্তাফিজের বিকল্প নিয়ে নিল চেন্নাই।

পাঁচবারের শিরোপাজয়ী চেন্নাই দলে যুক্ত হতে যাচ্ছেন ইংল্যান্ডের পেসার রিচার্ড গ্লিসন। তাকে মূলতঃ চেন্নাইয়ের কিউই ওপেনার ডেভন কনওয়ের বদলি হিসেবে নেওয়া হয়েছে। চোটের কারণে পুরো আইপিএল থেকেই ছিটকে গেছেন ডেভন কনওয়ে। ওপেনিং ব্যাটারের জায়গায় পেসার নেওয়ার কারণও আছে।

আগামী ২ মে মুস্তাফিজের দেশে ফেরার কথা। তাই মুস্তাফিজের বিকল্প হিসেবেই ওপেনার কনওয়ের জায়গায় গ্লিসনকে ভেবেছে চেন্নাই। ৩৬ বছর বয়সী গ্লিসনের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ২০২২ সালে। অতীতে দ্য হানড্রেড, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং আবু ধাবি টি-টুয়েন্টি লিগগুলিতে খেলেছেন।

গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে কনওয়ের বাঁ হাতের বুড়ো আঙুলে চিড় ধরেছিল। পরে তাতে অস্ত্রোপচার করানো হয়। পুরো সুস্থ হতে আরও অনেকটা সময় লাগবে। গত বছর চেন্নাইকে আইপিএল জেতানোর অন্যতম কারিগর কনওয়ে ১৫ ইনিংসে ৬৭২ রান করেছিলেন।

মন্তব্য করুন: