ঢাকার লিগে সেঞ্চুরি করলেন কাশ্মীরের জাসিয়া আখতার

ঢাকার লিগে সেঞ্চুরি করলেন কাশ্মীরের জাসিয়া আখতার

জাসিয়া আখতারের সেঞ্চুরি উদযাপন। ছবি : বিসিবি

মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনেই দেখা মিলল সেঞ্চুরির। মোহামেডান ক্রীড়া চক্রের হয়ে জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারত অধিকৃত কাশ্মীরের ওপেনার ভারতীয় জাসিয়া আখতার। ম্যাচটিতে ২৫৪ রানের বিশাল জয় তুলে নিয়েছে শক্তিশালী মোহামেডান।

বিকেএসপির এক নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে জাসিয়ার সেঞ্চুরিতে মোহামেডান ৮ উইকেটে ৩০৫ রানের বিশাল সংগ্রহ গড়ে। জাসিয়া খেলেন ৬৯ বলে ১০২ রানের বিধ্বংসী ইনিংস, যাতে ছিল ১৬টি চার এবং ৩টি ছক্কার মার। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন রুমানা আহমেদ। এছাড়া মুর্শিদা খাতুন হ্যাপি করেন ৩৭ রান।জবাবে জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাব অল-আউট হয় মাত্র ৫১ রানে। সাবেকুন নাহার ৩ ওভারে মাত্র ৪ রানে নেন ৫ উইকেট।

৩৬ ছুঁইছুঁই বয়সী জাসিয়ার জন্ম কাশ্মীরের সোপিয়ান জেলায়। ঘরোয়া লিগের পরিচিত মুখ জেসিয়া আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। বেশ কয়েকবার জাতীয় দলের ক্যাম্পে ডাকও পেলেও সুযোগ হয়নি। ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেসটাও ভালো জানেন। তিনি একমাত্র কাশ্মীরী ক্রিকেটার হিসেবে দিল্লি ক্যাপিটালসের হয়ে ভারতের উইমেন্স আইপিএল খেলেছেন। ক্রিকেটে অবদানের জন্য জম্মু-কাশ্মীরের সরকার তাকে পুরষ্কৃত করেছিল। জাসিয়ার আদর্শ শচীন টেন্ডুলকার।

মন্তব্য করুন: