২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলেন কোহলি
৬ মে ২০২৫

ভারতকে টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় অবদান রেখেছিলেন বিরাট কোহলি। টুর্নামেন্টে প্রায় পুরোটা সময় ব্যাট হাতে ব্যর্থ থাকার পর ফাইনালে দলকে এনে দিয়েছিলেন লড়াই করার মতো সংগ্রহ। ফাইনাল সেরা হলেও টুর্নামেন্ট চলাকালে আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলেন বলে জানিয়েছেন তারকা এই ক্রিকেটার।
টি-টুয়েন্টিতে দীর্ঘ সময় ধরে ইনিংস ধরে খেলে আসছিলেন কোহলি। তবে সময়ের সঙ্গে তাল মেলাতে নিজের ব্যাটিং ধরন পরিবর্তন করতে নিজের স্বাচ্ছন্দের জায়গা থেকেও বের হয়েছেন তিনি। কিছু ম্যাচে দ্রুত আউট হওয়ার ঝুঁকি থাকলেও, তার লক্ষ্য ছিল কীভাবে ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলে দলের উপকার করা যায়।
এই পরিবর্তিত মানসিকতা নিয়েই গত বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপে গিয়েছিলেন কোহলি। কিন্তু ফাইনালের আগ পর্যন্ত ৯ ইনিংসে কিংবদন্তি এই ব্যাটার রান করতে পেরেছিলেন মাত্র ৭৫।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শিরোপা লড়াইয়ে ৩৪ রানের ভেতর ভারত ৩ উইকেট হারানোর পর নিজের পুরোনো চেনা ছন্দে ফিরে যান কোহলি। ইনিংস ধরে খেলে ৫৯ বলে করেন ৭৬ রান। তার ম্যাচসেরা এই ইনিংসের ওপর ভর করে ১৭৬ রানের সংগ্রহ পায় ভারত। শেষ পর্যন্ত ৭ রানের জয়ে ২০১১ সালের পর কোনো বিশ্বকাপ ঘরে তোলে ভারত।
বর্তমানে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ব্যস্ত সময় পার করছেন কোহলি। দলের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করে ১১ ইনিংসে ৫০৫ রান নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান-সংগ্রাহক এখন তিনিই। ফ্র্যাঞ্চাইজিটির পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপের সময় নিজের রান খরার বিষয়টি তুলে ধরেন কোহলি।
“পুরো টুর্নামেন্টে আমি রান পাচ্ছিলাম না। কিন্তু এমন একটা চাপের মুহূর্তে থাকতে পেরে আমি কৃতজ্ঞ। আমার আত্মবিশ্বাস ছিল না। কিন্তু হঠাৎ তিনটা বলে তিনটা বাউন্ডারি পেলাম। আর আমি ভাবছি, এ কী? একদিন মনে হয় রানই করতে পারব না, আবার আরেকদিন ক্যারিয়ারের অন্যতম বড় দিনে সব আপনাআপনি ঘটে যায়।”
“দলের যখন প্রয়োজন হয়, তখন আপনি এমন একটা ইনিংস খেলেন, নিজেই ভাবেন — এটা কীভাবে হলো? তখনই আপনি বুঝতে পারেন, আপনি শুধু কঠোর পরিশ্রম করে প্রস্তুতি নিতে পারেন… ফলাফল আপনার হাতে নেই। নিজের স্বাভাবিক খেলাটাই ধরে রাখতে হয়। বলটা মারতে হলে মারতে হবে। বল কোথায় যাবে, কীভাবে যাবে – ওসব অন্য জিনিস। কারণ সামনে প্রতিপক্ষও আছে, সেটাই আমরা ভুলে যাই।”
মন্তব্য করুন: