রাবাদাসহ ৬ পেসার নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
১৩ মে ২০২৫

এক মাসের নিষেধাজ্ঞা কাটানো কাগিসো রাবাদাকে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। আগামী মাসে লর্ডসে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে প্রোটিয়ারা।
মঙ্গলবার টেম্বা বাভুমাকে অধিনায়ক করে ছয় পেসার নিয়ে ফাইনালের দল ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।
ড্রাগ টেস্টে ব্যর্থ হওয়ায় গত ৩ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন রাবাদা। নিষেধাজ্ঞা কাটিয়ে গত ৬ মে আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে মাঠে নামার বিবেচনায় ছিলেন ২৯ বছর বয়সী এই পেসার।
গত বছর আগস্টের পর টেস্ট দলে ফিরেছেন পেসার লুঙ্গি এনগিডি। দলের বাকি চার পেসারদের মধ্যে তিনজনই হলেও পেস-বোলিং অলরাউন্ডার। তারা হলেন – মার্কো ইয়েনসেন, করবিন বোশ ও ভিয়ান মুল্ডার। অপর পেসার হলেন ডেইন প্যাটারসন।
দলের স্পিন আক্রমণে কেশব মহরাজের সঙ্গে আছে সেনুরান মুথুস্যামি। বাংলাদেশের বিপক্ষে গত অক্টোবরে হওয়া টেস্ট সিরিজের পর থেকে বাঁহাতি এই স্পিনার এই ফরম্যাটে আর কোনো ম্যাচ খেলেননি।
ওপেনিংয়ে এইডেন মারক্রামের সঙ্গে আছেন টনি ডি জর্জি ও দুর্দান্ত ছন্দে থাকা রায়ান রিকেলটন।
গত আগস্টে থেকে টেস্টে অপরাজিত দক্ষিণ আফ্রিকা আট ম্যাচের ভেতর টানা সাত ম্যাচ জিতে এবারের চক্রের ফাইনাল নিশ্চিত করে। ফাইনাল শুরু হবে আগামী ১১ জুন। এর আগে ইংল্যান্ডে জিম্বাবুয়ের বিপক্ষে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে প্রোটিয়ারা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা দল:
টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, করবিন বোশ, টনি ডি জর্জি, মারকো ইয়েনসেন, কেশব মহরাজ, এইডেন মারক্রাম, ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুস্যামি, লুঙ্গি এনগিডি, ডেইন প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্ট্যান স্টাবস, কাইল ভেরেইনা।
মন্তব্য করুন: