সিরিজে টিকে থাকতে বাংলাদেশের লক্ষ্য ২০২ রান

সিরিজে টিকে থাকতে বাংলাদেশের লক্ষ্য ২০২ রান

সাহিবজাদা ফারহানের তাণ্ডবে বড় সংগ্রহের ভিত পেয়েছিল পাকিস্তান। কিন্তু শেষ দিকে হাসান মাহমুদ ও তানজিদ হাসান সাকিবের দারুণ বোলিংয়ে স্বাগতিকরা সে পথে এগুতে পারেনি। সিরিজে টিকে থাকার লড়াইয়ে আবারও ২০২ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।

শুক্রবার লাহোরে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২০১ রানের সংগ্রহ পায় পাকিস্তান। ১৫তম থেকে ২০তম ওভারে ৪৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন বোলাররা।

ম্যাচের শুরুতেই বাংলাদেশের দুশ্চিন্তার নাম হয়ে আসে শরিফুল ইসলামের। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারে পায়ের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়ার পর আর ফিরতে পারেননি বাঁহাতি এই পেসার।

৪১ বলে ৭৪ রান করে পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেওয়া সাহিবজাদাকে শুরুতেই ফেরানোর সুযোগ আসে বাংলাদেশের। কিন্তু মেহেদী হাসান মিরাজের করা প্রথম ওভারের তৃতীয় বলে রানের খাতা খোলার আগে ডানহাতি এই ব্যাটারের উপরে ওঠা বল তালুবন্দি করতে ব্যর্থ হন তানজিদ হাসান তামিম। পরের ওভারে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন সাইম আইয়ুব (৪)।

এরপর দশম ওভারে আরও একটি জীবন পান সাহিবজাদা। এবার রিশাদ হোসেনের ক্যাচ নিতে পারেননি মিরাজ। সে সময় পাকিস্তান ওপেনার ৫১ রানে ছিলেন। শেষ পর্যন্ত ১২তম ওভারে তাকে ফিরিয়ে দলকে স্বস্তি এনে দেন রিশাদ।

এর আগের ওভারে অপর প্রান্তে ঝড় তোলা মোহাম্মদ হারিসকে (৪১) ফিরিয়ে দ্বিতীয় উইকেটের ১০৩ রানের জুটি ভাঙেন তানজিম। এই দুই ব্যাটার ফেরার পরই মূলত কিছুটা কমে আসে রানের গতি।

পরের ব্যাটারদের মধ্যে হাসান নাওয়াজের ২৬ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস ছাড়া আর কেউই তেমন কিছু করতে পারেননি। প্রথম দুই ওভারে ৩৩ রান দেওয়া হাসান নিজের শেষ দুই ওভারে ১৪ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। ৪ ওভারে ৩৬ রানে তানজিমের শিকার ৩৬ রানে ২ উইকেট। টানা দুই ম্যাচে খরুচে বোলিং করা রিশাদ ৫০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add