টেস্ট অধিনায়কত্ব না নেওয়ার কারণ জানালেন বুমরাহ

টেস্ট অধিনায়কত্ব না নেওয়ার কারণ জানালেন বুমরাহ

রোহিত শর্মা টেস্ট থেকে অবসরের পর অনেকেই যশপ্রীত বুমরাহকে সাদা পোশাকের ক্রিকেটে ভারতের পরবর্তী অধিনায়ক হিসেবে দেখছিলেন। কিন্তু তার বদলে এই দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ ব্যাটার শুবমান গিলকে। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে দলের অধিনায়কত্ব না নেওয়ার বিষয়ে মুখ খুলেছেন বুমরাহ।

মঙ্গলবার স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩১ বছর বয়সী এই ক্রিকেটার জানান, পিঠের সমস্যা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি মাথায় রেখেই তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে তাকে টেস্টের অধিনায়ক হিসেবে বিবেচনা না করার অনুরোধ করেন।

আমি পাঁচ টেস্টের সিরিজে আমার ওয়ার্কলোড নিয়ে যারা আমার পিঠের চিকিৎসা করেছেন তাদের সঙ্গে আলোচনা করেছি। এমনকি সার্জনের সঙ্গেও কথা বলেছি। সবশেষে আমি সিদ্ধান্তে আসি, আমাকে একটু বেশি সচেতন হতে হবে। তাই বিসিসিআইকে ফোন করে বলেছি, নেতৃত্বের জন্য যেন আমাকে বিবেচনা না করা হয়।

এর আগে ইংল্যান্ড সিরিজের দল ঘোষণার সময় ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকারও বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি জানিয়েছিলেন।

গত বছর শেষ দিকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে রোহিতের অবর্তমানে ভারতকে দুই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। তবে জানুয়ারির শুরুতে সিডনিতে সিরিজের শেষ ম্যাচে পিঠের চোট পাওয়ায় তিন মাস মাঠের বাইরে ছিলেন তিনি।

২০২৪ সালে আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জেতা বুমরাহ ইতোমধ্যেই একাধিকবার পিঠের চোটে পড়েছেন। এর মধ্যে ২০২৩ সালে একবার অস্ত্রোপচারও করিয়েছেন।

আগামী শুক্রবার হেডিংলিতে শুরু হতে যাওয়া সিরিজের পাঁচ ম্যাচের মধ্যে বুমরাহ তিন টেস্টে খেলবেন বলে আগেই জানিয়েছিলেন হেড কোচ গৌতম গম্ভীর। সাদা পোশাকের অধিনায়কত্ব না নেওয়ার জন্য এটিও একটি কারণ ছিল বলে জানান বুমরাহ।

আমিনা বলেছি কারণ এটা দলের জন্যও ন্যায্য নয়। এটা দলের জন্য ন্যায্য হবে না যদি পাঁচ টেস্টের সিরিজে দুটি ম্যাচে একজন এবং বাকি তিনটি ম্যাচে অন্য কেউ নেতৃত্ব দেয়। আমি সবসময় দলকে আগে রাখতে চেয়েছি।

মন্তব্য করুন: