২ দিন আগেই ভারতের বিপক্ষে প্রথম টেস্টের ইংল্যান্ড একাদশ ঘোষণা
১৮ জুন ২০২৫

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ দুই দিন আগেই ঘোষণা করেছে ইংল্যান্ড। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন দুই পেস-অলরাউন্ডার ক্রিস ওকস ও ব্রাইডন কার্স।
আগামী শুক্রবার হেডিংলিতে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। ওই ম্যাচের জন্য বুধবার ঘোষণা করা একাদশে তিন নম্বরে জায়গা ধরে রেখেছেন গত বছর রানখরায় থাকা অলি পোপ। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ম্যাচে ১৭১ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ব্যাটার।
ব্যাটিংয়ে অনভিজ্ঞ ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তুলনামূলক অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড। বোলিং আক্রমণে উদ্বোধনী জুটি বাঁধবেন দলে ফেরা ওকস ও কার্স।
এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে মাঠে নামছেন ৫ টেস্ট খেলা কার্স। অন্যদিকে ৫৭ টেস্ট খেলা ওকস সাদা পোশাকে দলের হয়ে সবশেষ গত বছর ডিসেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে মাঠে নামেন। দলের বিশেষজ্ঞ তৃতীয় পেসার হিসেবে আছেন ৩ টেস্ট খেলা জশ টাং।
ভারতের বিপক্ষে প্রথম টেস্টের ইংল্যান্ড একাদশ:
বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেইমি স্মিথ, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টাং, শোয়েব বশির।
মন্তব্য করুন: