গিলের কীর্তি গড়া ইনিংসের পর জয় দেখছে ভারত

গিলের কীর্তি গড়া ইনিংসের পর জয় দেখছে ভারত

প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে করেছেন সেঞ্চুরি। দেড়শ ছোঁয়া ইনিংস খেলে জায়গা করে নিয়েছেন অনন্য এক রেকর্ডে। শুভমান গিলের রেকর্ড গড়া ইনিংসের পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে জয় দেখছে ভারত।

শনিবার এজবাস্টনে ম্যাচের চতুর্থ দিন ৬ উইকেটে ৪২৭ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারীরা। ৬০৮ রানের লক্ষ্য তাড়ায় ৩ উইকেটে ৭২ রান নিয়ে দিনের খেলা শেষ করে ইংল্যান্ড। জয়ের জন্য শেষ দিন স্বাগতিকদের প্রয়োজন ৫৩৬ রান, আর ভারতের দরকার ৭ উইকেট।

প্রথম ইনিংসে ২৬৯ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৬১ রানে আউট হন গিল। ম্যাচে ডানহাতি এই ব্যাটারের মোট রান ৪৩০। এক টেস্টে তার চেয়ে বেশি রান আছে কেবল গ্রাহাম গুচের। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে ৩৩৩ ও ১২৩ রান করা ইংল্যান্ড অধিনায়কের মোট রান ছিল ৪৫৬। সব মিলিয়ে এক টেস্টে ৪০০ বা এর বেশি রান করতে পারা পঞ্চম ক্রিকেটার গিল।

একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও দেড়শ ছোঁয়া ইনিংস খেলা প্রথম ক্রিকেটার এখন ২৬ বছর বয়সী এই ব্যাটার। অন্যদিকে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই টেস্টে দুটি দেড়শ ছোঁয়া ইনিংস খেলেন তিনি। এর আগে এই কীর্তি ছিল অ্যালান বোর্ডারের। ১৯৮০ সালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ১৫০* ও ১৫৩ রান করেছিলেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি।

দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েই টেস্টের অভিজাত একটি ক্লাবে নাম লেখান গিল। টেস্ট ইতিহাসের নবম ব্যাটার হিসেবে এক ম্যাচে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েন তিনি। এতদিন এই তালিকায় একমাত্র ভারতীয় ছিলেন সুনীল গাভাস্কার।

গাভাস্কার ও বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে এক টেস্টে দুটি তিন অঙ্ক ছোঁয়া ইনিংস খেলেন গিল। ১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতায় গাভাস্কার ১০৭ ও ১৮২ রান করেছিলেন। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেইডে ১১৫ ও ১৪১ রানের ইনিংস খেলেছিলেন কোহলি।

গিলের রেকর্ড গড়া ম্যাচে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানও তুলেছে ভারত। দুই ইনিংস মিলিয়ে দলটির মোট রান ১ হাজার ১৪। তাদের আগের রেকর্ডটি ছিল ৯১৬ রান, ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে। এই নিয়ে ষষ্ঠ দল হিসেবে এক টেস্টে এক হাজারের বেশি রান করার কীর্তি গড়েছে গিলের দল।

মন্তব্য করুন:

Add