ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডুসেন

ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডুসেন

জিম্বাবুয়ের মাটিতে আগামী মাসে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের জন্য তারুণ্যনির্ভর দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত অধিনায়ক এইডেন মারক্রামের পরিবর্তে সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন রাসি ফন ডার ডুসেন।

বৃহস্পতিবার সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক জিম্বাবুয়ে ছাড়া সিরিজের তৃতীয় দল নিউ জিল্যান্ড।

এর আগে গত বছর ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে চার ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন ডুসেন।

মারক্রামসহ জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের দল থেকে বিশ্রাম পাওয়া রায়ান রিকেলটন, ট্রিস্ট্যান স্টাবস, মার্কো ইয়েনসেন ও কাগিসো রাবাদাকে ত্রিদেশীয় সিরিজের দল থেকেও বিশ্রাম দেওয়া হয়েছে।

চোট কাটিয়ে আট মাস পর এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছেন পেস অলরাউন্ডার জেরাল্ড কুটসিয়া। এছাড়াও ১১ মাস পর দলে জায়গা পেয়েছেন পেসার নান্দ্রে বার্গার। তবে চোটের কারণে দলের জন্য বিবেচনা করা হয়নি ফাস্ট বোলার আনরিখ নর্কিয়াকে।

আগামী ১৪ জুলাই হারারেতে শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি।

দক্ষিণ আফ্রিকা দল:

রাসি ফন ডার ডুসেন (অধিনায়ক), কর্বিন বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কুটসিয়া, রিজা হেনড্রিকস, রুবিন হারমান, জর্জ লিন্ডে, কোয়েনা মাফাকা, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, এনকাবায়োমজি পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add