প্রথম ফুটবলার হিসেবে শতকোটি ডলারের মালিক রোনালদো
৮ অক্টোবর ২০২৫

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে একশ কোটি ডলারের মালিক হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের সবশেষ তালিকা অনুযায়ী, পর্তুগিজ মহাতারকার সম্পদের পরিমাণ এখন আনুমানিক ১৪০ কোটি ডলার।
রোনালদোর এই আর্থিক উত্থান এসেছে আল-নাসরের সঙ্গে গত জুনে দুই বছরের নতুন চুক্তি সই করার পর। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী এই চুক্তির মূল্য ৪০ কোটি ডলারের বেশি।
ব্লুমবার্গের তথ্যানুসারে, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত রোনালদো বেতনের মাধ্যমে উপার্জন করেছেন ৫৫ কোটি ডলারের বেশি। পাশাপাশি নাইকির সঙ্গে দশ বছরের চুক্তি থেকে তার বার্ষিক আয় প্রায় ১ কোটি ৮০ লাখ ডলার। এছাড়াও আরমানি, ক্যাস্ট্রলসহ আরও কয়েকটি ব্র্যান্ডের প্রচারণা থেকে ১ কোটি ৭৫ লাখ মিলিয়ন ডলারের বেশি আয় করেছেন তিনি।
২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল-নাসরে যোগ দিয়ে রোনালদো ফুটবল ইতিহাসের সর্বোচ্চ বেতনের খেলোয়াড়ে পরিণত হন। সেসময় তার বাৎসরিক বেতন ছিল ২৩ কোটি ৭৫ লাখ ডলারের বেশি। এর সঙ্গে ছিল বোনাস ও সৌদি ক্লাবটির ১৫ শতাংশ শেয়ার।
অন্যদিকে ফুটবল মাঠে রোনালদোর এক সময়ের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি তার ক্যারিয়ারে করপূর্ব বেতন হিসেবে ৬০ কোটি ডলারের বেশি আয় করেছেন।
রোনালদো এখন ক্রীড়াবিদদের বিরল এক তালিকায় নাম লিখিয়েছেন। তার আগে শতকোটি ডলারের মালিক হয়েছিলেন বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান, ম্যাজিক জনসন ও লেব্রন জেমস, গলফার টাইগার উডস এবং টেনিস তারকা রজার ফেদেরার।
বয়স ৪০ ছাড়ালেও এখনও অবসরের কোনো ভাবনা নেই বলেও জানান রোনালদো। মঙ্গলবার পর্তুগাল ফুটবল গ্লোবসের এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি এখনও এই খেলাটার প্রতি আবেগ অনুভব করি। আমার পরিবার বলে এখন থেমে যাও, তারা জিজ্ঞেস করে কেন আমি ৯০০-র বেশি গোল করার পরও ১০০০ গোলের স্বপ্ন দেখি। কিন্তু আমার ভেতরে এমন চিন্তা নেই।”
“আমি এখনও ভালো পারফর্ম করছি। ক্লাব আর জাতীয় দলকে সাহায্য করছি। তাহলে কেন চালিয়ে যাব না? আমি নিশ্চিত, যখন শেষ করব, আমি পূর্ণ মনোভাব নিয়েই বিদায় নেব, কারণ আমি আমার সর্বস্ব দিয়েছি। আমি জানি বেশি বছর আর খেলতে পারব না। তবে যত বছর বাকি আছে, তা পুরোপুরি উপভোগ করতে চাই।”
মন্তব্য করুন: