কাজে এল না শামীমের একার লড়াই, ঢাকাকে হারাল সিলেট

১ জানুয়ারি ২০২৬

কাজে এল না শামীমের একার লড়াই, ঢাকাকে হারাল সিলেট

আজমউল্লাহ ওমারজাইয়ের শেষের ঝড়ে লড়াকু সংগ্রহ গড়েছিল সিলেট টাইটান্স। লক্ষ্যে তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারানো ঢাকা ক্যাপিটালসের হয়ে একাই লড়লেন শামীম হোসেন পাটোয়ারী। তবে বাঁহাতি এই ব্যাটারের সব চেষ্টা বৃথা করে দিয়ে ৬ রানের জয় পেয়েছে সিলেট।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ৫ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ পায় সিলেট। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলতে পারে ঢাকা। ৪৩ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৮১ রানে অপরাজিত থাকেন শামীম।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ধীরগতির হয় সিলেটের। দলীয় ২২ রানের মধ্যে রনি তালুকদার (১১) ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের (৬) উইকেট হারায় তারা। তৃতীয় উইকেট ওপেনার সাইম আইয়ুব ও পারভেজ হোসেন ইমন ৬৪ রানের জুটি গড়তে খেলেন ৫৪ বল।

৩৪ বলে ২৯ রান করা সাইমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সাইফউদ্দিন। পরের ওভারে ইমনকে (৪৪) ফেরান সাইফ হাসান। আফিফ হোসেন (১৩) দ্রুত বিদায় নিলে ১৬.৫ ওভারে দলের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১২২ রান। এরপর ইথান ব্রুকসকে (১৩*) শেষ ১৯ বলে দলের খাতায় ৫০ রান যোগ করেন ওমারজাই। ২৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন এই আফগান ব্যাটার।

লক্ষ্য তাড়ায় ৪৩ রানের ভেতর শুরুর পাঁচ ব্যাটারকে হারায় ঢাকা। ধুঁকতে থাকা সাইফ ১৯ বল খেলে একটি ছক্কা হাঁকিয়ে করেন ৯ রান।

ষষ্ঠ উইকেটে সাব্বির রহমানকে নিয়ে ৪৬ রানের জুটি গড়ে শুরুর বিপর্যয় সামাল দেন শামীম। ২৩ রান করা সাব্বিরের বিদায়ে এই জুটি ভাঙে। একাই লড়াই চালিয়ে যাওয়া শামীম ফিফটি তুলে নেন ৩২ বলে। জয়ের জন্য শেষ ওভারে ঢাকার দরকার ছিল ২৭ রান, হাতে ছিল ২ উইকেট।

মোহাম্মদ আমিরের করা প্রথম ২ বলে দুটি অতিরিক্তসহ আসে ১২ রান। তৃতীয় বলে রান নিতে পারেননি শামীম। বাঁহাতি এই ব্যাটার পরের ২ বলে দুটি চার মারার পর শেষ বলে দরকার ছিল ৭ রান।

ফিফটির পর বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ওমারজাই।

মন্তব্য করুন: