৫ স্পিনার নিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল
১ জানুয়ারি ২০২৬
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য স্পিনে জোর দিয়ে দল সাজিয়েছে অস্ট্রেলিয়া। দুইজন বিশেষজ্ঞ স্পিনারের সঙ্গে তিনজন স্পিন-অলরাউন্ডার নিয়ে বৃহস্পতিবার টুর্নামেন্টের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ। উপমহাদেশের পিচগুলো থেকে বাড়তি সহায়তা পেয়ে থাকেন স্পিনাররা। সাদা বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার মূল স্পিনার অ্যাডাম জ্যাম্পার সঙ্গে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার ম্যাথিউ কুনেমান। তাদের সঙ্গী হিসেবে আছেন তিন স্পিন বোলিং অলরাউন্ডার কুপার কনোলি, গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাথিউ শর্ট।
দলে রাখা হয়েছে চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা দুই অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড এবং বিস্ফোরক ব্যাটার টিম ডেভিডকে।
গত নভেম্বরে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন হ্যাজেলউড। অ্যাশেজ সিরিজে মাঠে ফেরার জন্য পুনর্বাসনের সময় নতুন করে একিলিসের চোটে পড়েন তিনি। ফলে ছিটকে যান পুরো সিরিজ থেকে। গত সোমবার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছিলেন, দ্রুতই বোলিংয়ে ফিরবেন তিনি।
অন্যদিকে ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে আর মাঠে নামেননি কামিন্স। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে পিঠের চোটে পড়ার পর চলতি অ্যাশেজের অ্যাডিলেইড টেস্ট দিয়ে সাড়ে পাঁচ মাস পর মাঠে ফিরেছিলেন তিনি। ডানহাতি পেসে ৬ উইকেট নিয়ে দলের সিরিজ নিশ্চিত করতে ভূমিকা রাখেন। অস্ট্রেলিয়ার সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় তাকে নিয়ে আর বাড়তি ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। বিশ্রাম দেওয়া হয় সিরিজের শেষ দুই টেস্ট থেকে।
চলতি মাসের শেষ দিকে আরেকটি স্ক্যানের পর কামিন্সের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানান ম্যাকডোনাল্ড।
চলতি বছর দুর্দান্ত ছন্দে থাকা ডানহাতি ব্যাটার টিম ডেভিড গত সপ্তাহে বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের সমস্যা নিয়ে মাঠ ছাড়েন। পরে স্ক্যানে চোট ধরা পড়ায় ছিটকে যান চলমান বিগ ব্যাশ থেকে।
আগামী ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। ‘বি’ গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও ওমান। এর আগে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক দলে পরিবর্তন আনতে পারবে দেশটি।
বিশ্বকাপের আগে জানুয়ারির শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। সেটির দল পরে ঘোষণা করা হবে।
টি-টুয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রাথমিক দল:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, ন্যাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা।















মন্তব্য করুন: