টানা ৩ ম্যাচে পয়েন্ট হারাল সিটি ও ইউনাইটেড
৮ জানুয়ারি ২০২৬
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে ধুঁকতে থাকা চেলসি হেরে গেছে ফুলহ্যামের কাছে।
বুধবার ঘরের মাঠে অনেক সুযোগ হাতছাড়া করার ম্যাচে ব্রাইটনের সঙ্গে ১-১ গোলে ড্র করে সিটি। এই নিয়ে চলতি বছরে লিগে খেলা নিজেদের তিন ম্যাচেই পয়েন্ট ভাগাভাগি করল গুয়ার্দিওলার দল।
২১ ম্যাচে ১৩ জয় ও ৪ ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে সিটি। এক ম্যাচ কম খেলে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।
ম্যাচের ৪১তম মিনিটে পেনাল্টে থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন আর্লিং হলান্দ। দুর্দান্ত ছন্দে মৌসুম শুরু করা এই নরওয়েজিয়ান গোলমেশিন তিন ম্যাচ পর গোলের দেখা পেলেন।
চলতি মৌসুমে লিগে এটি হলান্দের ২০তম গোল। সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭৩ ম্যাচে তার গোল এখন ১৫০টি।
প্রথমার্ধের যোগ করা সময়ে ডাচ মিডফিল্ডার টিয়ানি রেইন্ডার্সের শট গোল লাইন থেকে বিপদমুক্ত হওয়ায় ব্যবধান দ্বিগুণ হয়নি সিটির। ৬০তম মিনিটে ব্রাইটনকে সমতায় ফেরান জাপানিজ মিডফিল্ডার কাউরু মিতোমা। এরপর আবার এগিয়ে যাওয়ার বেশ কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি সিটির ফুটবলাররা।
রুবেন আমুরিকে বরখাস্তের পর প্রথম ম্যাচ খেলতে নেমে বার্নলির সঙ্গে ২-২ গোলে ড্র করে ইউনাইটেড। অন্তর্বর্তীকালীন কোচ ড্যারেন ফ্লেচারের অধীনে প্রতিপক্ষের মাঠে বল দখল ও আক্রমণে স্বাগতিকদের বেশ এগিয়ে থাকলেও জয় ছাড়া মাঠ ছাড়তে হয় তাদের।
ডিফেন্ডার অ্যাইডেন হেভেনের আত্মঘাতী গোলে ম্যাচের ১৩তম মিনিটে পিছিয়ে পড়ে ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ভেতর জোড়া গোল করে রেড ডেভিলদের এগিয়ে দেন স্লোভেনিয়ান ফরোয়ার্ড বেনইয়ামিন শেশকো। তবে ৬৬তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা।
২১ ম্যাচে ৮টি করে জয় ও ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে আছে ইউনাইটেড।
অন্য ম্যাচে ফুলহ্যামের মাঠে ২-১ গোলে হারে চেলসি। লিগে সবশেষ পাঁচ ম্যাচে জয়হীন থাকল লন্ডনের ক্লাবটি। ম্যাচের ২২তম মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেলা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ক্লাব বিশ্বকাপ জয়ীরা।
তবে রক্ষণভাগে একজন কম থাকলেও আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে চেলসি। কিন্তু আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে ৫৫তম মিনিটে এগিয়ে যায় ফুলহ্যাম। ৭২তম মিনিটে চেলসিকে সমতায় ফেরান ইংলিশ ফরোয়ার্ড লিয়াম ডেলাপ। ৯ মিনিট পর স্বাগতিকদের আবার এগিয়ে দেন হ্যারি উইলসন।















মন্তব্য করুন: