সুপার কাপে এমবাপ্পেকে পাচ্ছে না রিয়াল

৭ জানুয়ারি ২০২৬

সুপার কাপে এমবাপ্পেকে পাচ্ছে না রিয়াল

স্প্যানিশ সুপার কাপের আগে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে দুঃসংবাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। চোটের কারণে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া প্রতিযোগিতাটি থেকে ছিটকে গেছেন এই ফরাসি তারকা।

এমবাপ্পেকে ছাড়া মঙ্গলবার সুপার কাপের দল ঘোষণা করে রিয়াল।

বৃহস্পতিবার জেদ্দায় সেমি-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। সেই ম্যাচে জিততে পারলে আগামী রোববার ফাইনালে খেলবে শাবি আলোনসোর দল। সেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে বার্সেলোনা-আথলেতিক বিলবাও ম্যাচের জয়ী দলকে।

গত কয়েক সপ্তাহ ধরেই বাঁ হাঁটুর সমস্যায় ভুগছেন এমবাপ্পে। এ কারণে রিয়ালের বছরের প্রথম ম্যাচে রিয়ালের হয়ে মাঠে নামতে পারেননি বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ড। এর আগে একই হাঁটুর সমস্যার কারণে গত ১০ ডিসেম্বর ম‍্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও খেলতে পারেননি তিনি।

গত বছর সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯ গোল করে এক পঞ্জিকাবর্ষে রিয়ালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর করা সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেন এমবাপ্পে। গত ২০ ডিসেম্বরে সেভিয়ার বিপক্ষে সেই ম্যাচের পর আর মাঠে নামেননি ২৭ বছর বয়সী এই ফুটবলার।

২০২৪ সালের গ্রীষ্মে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে দলটির ৯৪ ম‍্যাচের মধ্যে ১১টিতে খেলতে পারেননি এমবাপ্পে। চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনি করেছেন ২৯ গোল। স্প্যানিশ ক্লাবটির হয়ে ক্লাব বিশ্বকাপে ছাড়া আর কখনও টানা দুটি ম‍্যাচ বাইরে থাকেননি তিনি।

আতলেতিকোর মুখোমুখি হওয়ার আগে রক্ষণভাগ নিয়ে সুখবর পেয়েছেন আলোনসো। চোট কাটিয়ে ফিরেছেন দুই ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড ও ডিন হাউসেন।

মন্তব্য করুন: