বরখাস্ত ম্যানইউ কোচ আমুরি

৫ জানুয়ারি ২০২৬

বরখাস্ত ম্যানইউ কোচ আমুরি

তিন মাস আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষের কাছে পুরো তিন বছর দায়িত্ব পালনের নিশ্চয়তা পেয়েছিলেন রুবেন আমুরি। কিন্তু দলকে হতশ্রী পারফরম্যান্সের বৃত্ত থেকে বের করতে পারেননি তিনি। সবশেষ ম্যাচে হোঁচটের পর বোর্ড কর্মকর্তাদের উদ্দেশে করেছিলেন তীর্যক মন্তব্য। এরপর ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন পর্তুগিজ এই কোচ।

চুক্তির মেয়াদের ১৮ মাস বাকি থাকতেই সোমবার আমুরিকে ছাঁটাইয়ের বিষয়টি জানায় ইউনাইটেড। ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাকি ছিল ৪০ বছর বয়সি এই কোচের। ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবটিতে দায়িত্ব পালন করতে পেরেছেন ১৪ মাস।

ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগে এখন ষষ্ঠ স্থানে আছে, এই অবস্থায় অনিচ্ছাসত্ত্বেও ক্লাবের পরিচালনা কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, পরিবর্তন আনার এটাই সঠিক সময়। এতে সম্ভাব্য সেরা অবস্থায় থেকে প্রিমিয়ার লিগ শেষ করার সেরা সুযোগ পাবে দল।

রোববার প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের মাঠে ১-১ ড্রয়ের করে ইউনাইটেড। এরপরই সংবাদ সম্মেলনে বোর্ডের কর্তাদের উদ্দেশ করে কড়া মন্তব্য করেন আমুরি। জানুয়ারির দলবদলে কোনো খেলোয়াড় না কেনার বিষয়ে গত শুক্রবার হতাশা প্রকাশ করেছিলেন তিনি।

দুদিন আগের ওই কথা নিয়ে লিডস ম্যাচের পর প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি শুধু এটাই বলতে চাই, এখানে আমি ম্যানেজার হতে এসেছিলাম, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে নয়। প্রতিটি বিভাগের – স্কাউটিং বিভাগ, ক্রীড়া পরিচালক – সবার নিজেদের কাজ করা উচিত।

আমি শুধু এটা বলতে চাই, আমি শুধু কোচ নয়, এই দলের ম্যানেজারও হবো। এটাতে আমি খুবই পরিষ্কার ছিলাম। ১৮ মাসে এটা শেষ হয়ে যাবে এবং এরপর সবাই অন্য জায়গায় চলে যাবে। এটা চুক্তি ছিল।

আমি চাকরি ছাড়বো না। আমি আমার কাজ করে যাবো যতক্ষণ না আরেকজন এসে আমাকে সরিয়ে দিচ্ছে।

গত অক্টোবরে আমুরিকে চুক্তির মেয়াদের ৩ বছর দায়িত্বে রাখার নিশ্চয়তা দেন ক্লাবটির সহমালিক জিম র‌্যাটক্লিফএকের পর এক হার আর ছন্নছাড়া পারফরম্যান্সের দায়ে ২০২৪ সালের নভেম্বরে চাকরি হারান ইউনাইটেডের সাবেক কোচ এরিক টেন হাগ। তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব পান আমুরি। ওল্ড ট্র্যাফোর্ডে আসার আগের চার মৌসুমে পর্তুগিজ লিগে স্পোর্তিং লিসবনের হয়ে দারুণ সফল ছিলেন তিনি। কিন্তু ইউনাইটেডে সেই সাফল্যের গল্প লিখতে পারেননি এই ৪০ বছর বয়সি কোচ।

বরং প্রিমিয়ার লিগে যেন দিনে দিনে আরও অধারাবাহিক হয়ে ওঠে দলটি। পয়েন্ট তালিকার ১৫ নম্বরে থেকে গত মৌসুম শেষ করে ইউনাইটেড, যা ছিল ১৯৭৪ সালে ইংল্যান্ডের শীর্ষ লিগ থেকে অবনমিত হওয়ার পর ক্লাবটির সবচেয়ে বাজে অবস্থান।

চলতি মৌসুমে মাঝেমধ্যে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও, তা বাস্তবে রূপ নেয়নি। তীব্র সমালোচনার মাঝেও গত অক্টোবরে আমুরিকে চুক্তির মেয়াদের পুরোটা সময় দায়িত্বে রাখার নিশ্চয়তা দেন ক্লাবটির সহমালিক জিম র‌্যাটক্লিফ।

আমুরির কোচিংয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৩ ম্যাচ খেলে কেবল ২৫টি জিততে পারে ইউনাইটেড, ড্র হয় ১৮টি, হেরেছে ২১টিতে।

অন্তবর্তীকালীন কোচ হিসেবে এখন কাজ চালিয়ে নেবেন ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার ড্যারেন ফ্লেচার। আগামী বুধবার লিগে বার্নলির বিপক্ষে ডাগআউটে থাকবেন তিনি।

২০ ম্যাচে ৮ জয় ও ৭ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। শীর্ষস্থান থেকে ইতোমধ্যে পিছিয়ে পড়েছে ১৭ পয়েন্টে।

মন্তব্য করুন: