আর্সেনালের বড় জয়ের রাতে ম্যানইউ-চেলসির হোঁচট
৩১ ডিসেম্বর ২০২৫
দুর্দান্ত ছন্দে থাকা অ্যাস্টন ভিলাকে গুঁড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করেছে আর্সেনাল। তবে ড্র করে পয়েন্ট খুঁইয়েছে বড় দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি।
মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে ভিলাকে ৪-১ গোলে হারায় আর্সেনাল। ঘরের মাঠের এই জয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে আপাতত ৫ পয়েন্টে এগিয়ে গেল মিকেল আর্তেতার দল।
প্রিমিয়ার লিগে টানা আট ম্যাচ জেতা ভিলা এদিন আর্সেনালের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি। গোলের জন্য নেওয়া ১৯ শটের মধ্যে সাতটি লক্ষ্যে রাখে স্বাগতিকরা। অন্যদিকে ৯টি শট নেওয়া ভিলা লক্ষ্যে রাখতে পারে কেবল দুটি।
তবে আক্রমণাত্মক ফুটবল খেলা আর্সেনালকে গোলের জন্য অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত। ৪৮তম মিনিটে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস। এর মিনিট চারেক পর ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ মিডফিল্ডার মার্তিন সুবিমেন্দি।
৬৯তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন বেলজিয়ান ফরোয়ার্ড লিয়ান্দ্রো ত্রোসার্দ। ৭৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে একটি গোল শোধ করেন অলি ওয়াটকিন্স।
অন্য ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে পয়েন্ট তালিকার তলানীর দল টানা ১১ ম্যাচে হারা উলভারহ্যাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইউনাইটেড।
১৮ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে খেলতে নামা উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২৭তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। গোল করেন ডাচ স্ট্রাইকার ইয়োশুয়া জির্কজি। ৪৫তম মিনিটে সমতায় ফেরে সফরকারীরা।
দ্বিতীয়ার্ধে দুই দলের গোলের বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেনি। যোগ করা সময়ে বল জালে জড়িয়ে স্বাগতিক সমর্থকদের উল্লাসে মাতিয়েছিলেন আগের ম্যাচে গোল করে দলকে জেতানো প্যাট্রিক ডোর্গু। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।
আরেক ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে বোর্নমাউথের সঙ্গে ২-২ গোলে ড্র করে চেলসি। এই নিয়ে লিগে টানা তিন ম্যাচে জয়হীন থাকল ক্লাব বিশ্বকাপ জয়ীরা। সবশেষ পাঁচ ম্যাচে তাদের জয় কেবল একটি।
আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে ষষ্ঠ মিনিটে গোল হজম করে চেলসি। ১৫তম মিনিটে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান ইংলিশ ফরোয়ার্ড কোল পালমার। ২৩তম মিনিটে ব্যবধান বাড়ান আর্জেন্টাইন মিডফিল্ডার এনসো ফের্নান্দেস। মিনিট চারেক পর সমতায় ফেরে বোর্নমাউথ।
১৯ ম্যাচে ১৪ জয়ে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলা সিটির পয়েন্ট ৪০।
১৯ ম্যাচে ১২ জয়ে তিনে থাকা ভিলার পয়েন্ট ৩৯। আট জয়ে সমান ৩০ পয়েন্ট নিয়ে পাঁচ ও ছয় নম্বরে আছে যথাক্রমে চেলসি ও ইউনাইটেড।















মন্তব্য করুন: