গার্সিয়ার হ্যাটট্রিকে বড় জয়ে বছর শুরু রিয়ালের

৫ জানুয়ারি ২০২৬

গার্সিয়ার হ্যাটট্রিকে বড় জয়ে বছর শুরু রিয়ালের

চোটের কারণে কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতে শুরুর একাদশে জায়গা পেয়েই জ্বলে উঠলেন গন্সালো গার্সিয়া। লা লিগায় আগে কখনও গোলের দেখা না পাওয়া স্প্যানিশ এই ফরোয়ার্ড করলেন হ্যাটট্রিক। রিয়াল বেতিসকে উড়িয়ে জয় দিয়ে তাই বছর শুরু করেছে রিয়াল মাদ্রিদ।

লা লিগায় রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে - গোলের জয় পায় শাবি আলোনসোর দল। মাদ্রিদের ক্লাবটির হয়ে বাকি দুই গোল করে দুই ডিফেন্ডার রাউল আসেন্সিও ফ্রান গার্সিয়া।

বেতিসের বিপক্ষে সবশেষ পাঁচ দেখায় রিয়ালের জয় ছিল কেবল একটি, ড্র তিনটি। গত বছর মার্চে দলটির বিপক্ষে সবশেষ দেখায় হেরেছিল তারা।

তবে এদিন আলোনসোর দলের সামনে টিকতেই পারেনি বেতিস। ৫৯ শতাংশ সময় বল দখলে রাখা রিয়াল গোলের জন্য নেওয়া ১৪ শটের মধ্যে লক্ষ্যে রাখে ৬টি। অন্যদিকে সফরকারীরা ৭টি শটের মধ্যে লক্ষ্যে রাখতে পারে ৩টি।

২০তম মিনিটে রদ্রিগোর ফ্রি কিক থেকে পাওয়া বলে হেড থেকে রিয়ালের গোল উৎসবের শুরুটা করেন গার্সিয়া। লা লিগায় এটি ছিল ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডের প্রথম গোল। পরের গোলের জন্য রিয়ালকে অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত।

৫০তম মিনিটে ডান দিক থেকে ফেদে ভালভের্দের ক্রস বুক দিয়ে নামিয়ে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন গার্সিয়া। ছয় মিনিট পর রদ্রিগোর কর্নারে হেড করে রিয়ালের জার্সিতে ক্যারিয়ারের প্রথম গোল করে দলকে জয়ের পথে আরেক ধাপ এগিয়ে নেন আসেন্সিও।

১০ মিনিট পর ব্যবধান কমায় বেতিস। ৮২তম মিনিটে আর্দা গুলেরের বাড়ানো বলে হ্যাটট্রিক পূর্ণ করেন গার্সিয়া। তার বদলি হিসেবে নেমে ভালভের্দের ক্রস থেকে যোগ সময়ের তৃতীয় মিনিটে দলের শেষ গোলটি করেন ফ্রান গার্সিয়া।

১৯ ম্যাচে ১৪ জয়ে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আলোনসোর দল। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪৯।

মন্তব্য করুন: