একই রাতে হোঁচট সিটি-লিভারপুল-ম্যানইউর

৫ জানুয়ারি ২০২৬

একই রাতে হোঁচট সিটি-লিভারপুল-ম্যানইউর

ধুঁকতে থাকা চেলসির বিপক্ষে জয়ের পথেই ছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু এনসো ফের্নান্দেসের অন্তিম মুহূর্তের গোলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে পেপ গুয়ার্দিওলার দলকে। আবারও পয়েন্ট খুঁইয়েছে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডও।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ইতিহাদ স্টেডিয়ামে চেলসির সঙ্গে ১-১ গোল ড্র করে সিটি।

৪২তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ডাচ মিডফিল্ডার টিয়ানি রেইন্ডার্স। পুরো ৯০ মিনিটে তেমন কিছু করতে না পারা চেলসি সমতায় ফেরে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে, আর্জেন্টাইন মিডফিল্ডার ফের্নান্দেসের গোলে।

টানা ব্যর্থতায় গত বৃহস্পতিবার চেলসির দায়িত্ব হারান হেড কোচ এনজো মারেস্কা। ফলে এই ম্যাচে কোনো প্রধান কোচ ছাড়াই খেলতে নামে তারা। অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট জয়ের পর, লিগে নতুন বছরের প্রথম দুই ম্যাচেই পয়েন্ট হারাল সিটি। বছরের প্রথম দিন সান্ডারল্যান্ডের সঙ্গে ড্র করেছিল তারা।

২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গুয়ার্দিওলার দল। তাদের চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ৩১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চেলসি।

টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল লিভারপুল২-২ সমতায় শেষ হয় ফুলহ্যাম-লিভারপুল রোমাঞ্চকর ম্যাচটি। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল আর্নে স্লটের দল।

ঘরের মাঠে ১৭তম মিনিটে এগিয়ে যায় ফুলহ্যাম। সমতায় ফিরতে লিভারপুলকে অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত। ৫৭তম মিনিটে গোল করেন ফ্লোরিয়ান ভির্টজ। লিভারপুলের জার্সিতে গত ম্যাচে প্রথম গোল পাওয়ার পর টানা দুই ম্যাচে গোলের দেখা পেলেন এই জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে কোডি গাকপোর গোলে জয়ের স্বপ্ন দেখছিল অলরেডরা। কিন্তু সপ্তম মিনিটে সেই স্বপ্ন ভেঙে দেন হ্যারিসন রিড। বক্সের বাইরে থেকে জোরাল শটে বল জালে জড়িয়ে ফুলহ্যামকে সমতায় ফেরান এই ইংলিশ মিডফিল্ডার।

২০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল।

শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয়হীন থাকল ম্যানচেস্টার ইউনাইটেডলিডস ইউনাইটেডের মাঠে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। এই নিয়ে লিগে সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয়শূন্য থাকল রুবেন আমুরির দল।

৬২তম মিনিটে ব্রেন্ডেন অ্যারনসনের গোলে এগিয়ে যায় লিডস। তিন মিনিট পর ইউনাইটেডকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথেউস কুইয়া।

২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আছে তালিকার ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড।

মন্তব্য করুন: