বার্সা কোচের কাছে গার্সিয়া বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক

৪ জানুয়ারি ২০২৬

বার্সা কোচের কাছে গার্সিয়া বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক

নিজের পুরোনো ক্লাব এস্পানিওলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে বার্সেলোনার জয়ে বড় অবদান রেখেছেন জোয়ান গার্সিয়া। স্প্যানিশ এই গোলকিপারের পারফরম্যান্সে মুগ্ধ কোচ হানসি ফ্লিক তাকে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে অভিহিত করেছেন।

শনিবার লা লিগায় কাতালান ডার্বিতে এস্পানিওলকে - গোলে হারায় বার্সেলোনা। ম্যাচজুড়ে বেশ কিছু দুর্দান্ত সেভ করে দলকে গোল হজম করা থেকে বাঁচান গার্সিয়া।

এই জয়ে ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ফ্লিকের দল। দ্বিতীয়স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে আছে পয়েন্টে।

ম্যাচ শেষে সাংবাদিকদের ফ্লিক বলেন, “প্রথমত আমাকে জোয়ান গার্সিয়াকে ধন্যবাদ জানাতে হবে। সে বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন। আমরা ভুগেছি, কিন্তু আমরা তিনটি পয়েন্ট পেয়েছি এবং লা লিগায় এটিই আমাদের বার্তা।

এস্পানিওলের একাডেমিতে বেড়ে ওঠা গার্সিয়া সাবেক ক্লাবের মাঠে ফেরার পর যে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, সে অবস্থায় তার শান্ত থাকার ক্ষমতার প্রশংসা করেন ফ্লিক।

গার্সিয়ার মানসিক শক্তি সম্পর্কে বার্সেলোনা কোচ বলেন, “দুর্দান্ত। আমার মনে হয়, সে এখানে যা অনুভব করেছে তা ভুলবে না। কারণ সে এস্পানিওলের হয়ে খেলেছে এবং তারা তাকে সুযোগ দিয়েছিল। এখন সে আমাদের হয়ে খেলে এবং আমাদের জয়ের অন্যতম কারণ সে।

ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় থেকেই গার্সিয়াকে লক্ষ্য করে দুয়োধ্বনি দেওয়া হয়। গ্যালারিতে ইঁদুরের ছবিসহ বিভিন্ন ব্যানার এবং তার চেহারা সম্বলিত নকল ব্যাংকনোট প্রদর্শন করা হয়। ফ্লিক জানান, কিক-অফের আগে ২৪ বছর বয়সী গার্সিয়াকে বিচলিত মনে হয়নি।

অবশ্যই আমি তার সঙ্গে কথা বলেছি। আমি তাকে সবসময়কার মতোই শান্ত দেখেছি। সে মনোযোগী এবং আত্মবিশ্বাসী ছিল। বড় দলগুলোর সেরা গোলরক্ষক থাকে এবং সে তাদেরই একজন।

অন্যদিকে এস্পানিওল বেশ কিছু নিশ্চিত সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হওয়ায় হতাশ কোচ মানোলো গনসালেস গার্সিয়ার পারফরম্যান্স নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আমি জোয়ান সম্পর্কে কথা বলব না। আমি যা- বলি না কেন, সেটিকে ভিন্নভাবে নেওয়া হবে। আমি সেটির মধ্যে যেতে চাই না।

মন্তব্য করুন: