ফুটবল বিশ্বকাপের জন্য রেকর্ড ১৫ কোটি টিকেটের আবেদন
৩১ ডিসেম্বর ২০২৫
২০২৬ বিশ্বকাপের ম্যাচগুলোর টিকেটের জন্য আবেদনের পরিমাণ এরই মধ্যে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানিয়েছে ফিফা। ১৫ দিনের মধ্যে ১৫ কোটির বেশি টিকেটের জন্য আবেদন জমা পড়ার বিষয়টি জানিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
আগামী বছর জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের জন্য গত ১১ ডিসেম্বর থেকে টিকেটের আবেদন গ্রহণ শুরু হয়। এটি চলবে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত।
গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে ইনফান্তিনো জানান, ২০২৬ বিশ্বকাপে টিকেটের চাহিদা সরবরাহের তুলনায় ৩০ গুণ বেশি। বিশ্বের দুইশর বেশি দেশ থেকে টিকেটের এই আবেদন জমা পড়েছে।
একই দিন দুবাইয়ে ওয়ার্ল্ড স্পোর্টস সামিটে ফিফা সভাপতি বলেন, “আমাদের বিক্রির জন্য ৬০ থেকে ৭০ লাখ টিকেট আছে। … ১৫ দিনের মধ্যেই আমরা ১৫ কোটি টিকেটের আবেদন পেয়েছি। প্রতিদিন ১ কোটি টিকেটের আবেদন।”
আসন্ন বিশ্বকাপে টিকেটের ব্যাপক চাহিদা থাকলেও টিকেটের অতিরিক্ত দাম নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। গ্রুপ পর্বের টিকিটের দাম ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত বেশি রাখা হয়।
তবে তীব্র সমালোচনার মুখে চলতি মাসের মাঝামাঝি ৬০ ডলারের কিছু টিকেট ছাড়ার ঘোষণা দেয় ফিফা। বিশেষ ওই টিকেটগুলো ছাড়া গ্রুপপর্বের ম্যাচগুলোর জন্য টিকেটের সর্বনিম্ন দাম রাখা হয় ১২০ থেকে ২৬৫ ডলার আর ফাইনালের সর্বনিম্ন টিকেটের মূল্য ৪ হাজার ১৮৫ ডলার।
প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে আগামী ১১ জুন শুরু হবে ২৩তম বিশ্বকাপ। ১০৪ ম্যাচ নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপের পর্দা নামবে ১৯ জুলাই।















মন্তব্য করুন: