সালাহর জোড়া গোলে বিশ্বকাপে মিশর

৯ অক্টোবর ২০২৫

সালাহর জোড়া গোলে বিশ্বকাপে মিশর

লিভারপুলের হয়ে সময়টা ভালো যাচ্ছিল না মোহাম্মদ সালাহর। তবে জাতীয় দলের হয়ে মাঠে নেমেই আলো ছড়ালেন এই তারকা ফরোয়ার্ড। তার জোড়া গোলে ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে মিশর।

বুধবার মরক্কোর কাসাব্লাঙ্কায় জিবুতিকে - গোলে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় সালাহর দল।

ম্যাচের অষ্টম মিনিটে ইব্রাহিম আদেলের গোল এগিয়ে যায় মিশর। এর ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। ৮৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। এর আগে লিভারপুলের হয়ে সবশেষ চার ম্যাচে কোনো গোলের দেখা পাননি এই ফরোয়ার্ড।

২০২২ কাতার বিশ্বকাপের মূলপর্বে খেলতে ব্যর্থ হওয়া মিশর এবার এক ম্যাচ হাতে রেখেই সুযোগ পেল। আফ্রিকা অঞ্চলে বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ম্যাচে তাদের পয়েন্ট ২৩ পয়েন্ট। সমান ম্যাচে দুইয়ে থাকা বুর্কিনা ফাসোর পয়েন্ট ১৮।

আফ্রিকান কাপ অব নেশন্সের রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন মিশর এর আগে কেবল তিনটি বিশ্বকাপে অংশ খেলেছে। ১৯৩৪ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত যেতে পারে তারা। ১৯৯০ ২০১৮ আসরের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে তারা।

মিশরের আগে আফ্রিকা থেকে মরক্কো তিউনিসিয়া মূলপর্বের টিকিট নিশ্চিত করে। আফ্রিকা অঞ্চল থেকে আগামী বছর জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে সরাসরি ৯টি দল অংশ নেবে।

মন্তব্য করুন: