৪ বছর পর ইংল্যান্ড টেস্ট দলে আর্চার

৪ বছর পর ইংল্যান্ড টেস্ট দলে আর্চার

চার বছর পর ইংল্যান্ডের লাল বলের দলে ফিরেছেন জোফরা আর্চার। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ঘোষণা করা দলে জায়গা পেয়েছেন ডানহাতি এই ফাস্ট বোলার।

আগামী বুধবার নটিংহ্যামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বৃহস্পতিবার সেই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে ইংলিশরা। আর্চারের অন্তর্ভুক্তি ছাড়া দলে আর কোনো পরিবর্তন আনা হয়নি।

২০২১ সালে ভারত সফরে সবশেষ টেস্ট খেলেছিলেন আর্চার। এরপর কনুইয়ের পুরোনো চোট ও পরে পিঠের চোটের কারণে ২০২১ সালের মার্চ থেকে ২০২৪ সালের মে পর্যন্ত কেবল সাতটি সীমিত ওভারের ম্যাচ খেলেন তিনি।

তবে এরপর থেকে ৩০ বছর বয়সী এই পেসার সাদা বলের ক্রিকেটে নিয়মিত হলেও লাল বলের ক্রিকেটে মাঠের বাইরেই ছিলেন। গত রোববার সাসেক্সের হয়ে প্রথমবারের লাল বলে মাঠে নামেন তিনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে ডারহামের বিপক্ষে ১৮ ওভার বোলিং করে ৩২ রানে তিনি ১ উইকেট শিকার করেন।

২০১৯ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হওয়া আর্চার এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৩ টেস্ট খেলেছেন। ২৪ ইনিংসে তার শিকার ৪২ উইকেট। ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন তিনবার।

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড দল:

বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেইমি ওভারটন, অলি পোপ, জো রুট, জেইমি স্মিথ, জশ টাং, ক্রিস ওকস।

মন্তব্য করুন:

Add