৪ বছর পর টেস্টে ফিরছেন আর্চার
৯ জুলাই ২০২৫

চার বছর পর ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলতে নামতে যাচ্ছেন জোফরা আর্চার। কনুই ও পিঠের চোটে দীর্ঘদিন লাল বলের ক্রিকেটে জাতীয় দলের বাইরে থাকা এই গতিদানব বৃহস্পতিবার লর্ডসে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে খেলবেন।
বুধবার তৃতীয় ম্যাচের জন্য একাদশ ঘোষণা করে ইংল্যান্ড। পেসার জশ টাংয়ের জায়গায় একাদশে এসেছেন আর্চার। এছাড়া একাদশে আর কোনো পরিবর্তন আনা হয়নি।
২০১৯ সালে লর্ডসেই ইংল্যান্ডের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হয়েছিল আর্চারের। এবার তিনি এমন এক সময়ে ফিরছেন যখন ইংল্যান্ড শুবমান গিলকে থামাতে হিমশিম খাচ্ছে। প্রথম টেস্টে সেঞ্চুরি করার পর বার্মিংহামে দ্বিতীয় ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৪৩০ রান করেন ভারতীয় অধিনায়ক।
পাঁচ ম্যাচের সিরিজে এখন পর্যন্ত সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেছেন টাং। ওভার প্রতি রান দিয়েছেন ৪ দশমিক ৫৬ করে। টানা ওভার বোলিং করে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি।
একাদশে থাকা বাকি দুই পেসার ব্রাইডন কার্স ও ক্রিস ওকস প্রথম দুই টেস্টে যথাক্রমে ৭৭ ও ৮১ ওভার বোলিং করেছেন। কার্সের পায়ের আঙুলে সমস্যা দেখা দিলেও অধিনায়ক বেন স্টোকস জানান, সমস্যা মূলত ছিল জুতোর কারণে, তাই তাকে বাদ দেওয়া হয়নি।
এই টেস্টের জন্য দলে ডাক পাওয়া গাস অ্যাটকিনসন ম্যাচ খেলার জন্য পুরো ফিটনেস ফিরে না পাওয়ায় তাকে একাদশে রাখা হয়নি। ডানহাতি এই পেসারকে সারের হয়ে টি-টুয়েন্টি ব্লাস্টে খেলার জন্য ছেড়ে দেওয়া হতে পারে। আগামী ২৩ জুলাই ম্যানচেস্টারে শুরু হতে যাওয়া চতুর্থ টেস্টে ফেরার লক্ষ্যে এগোচ্ছেন তিনি।
২০১৯ থেকে ২০২১ পর্যন্ত ১৩ টেস্টে ৪২ উইকেট নিয়েছেন আর্চার। এর মধ্যে ২০১৯ অ্যাশেজেই শিকার করেন ২০ উইকেটই। তবে তখনকার অধিনায়ক জো রুট তাকে অতিরিক্ত ব্যবহার করায় পরবর্তীতে দীর্ঘ চোটে ভুগতে হয় আর্চারকে।
তৃতীয় টেস্টে ইংল্যান্ড একাদশ:
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেইমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, শোয়েব বশির।
মন্তব্য করুন: