বাংলাদেশ এখনও যা পারেনি তাই করে দেখাল ইতালি

বাংলাদেশ এখনও যা পারেনি তাই করে দেখাল ইতালি

ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি দল হলেও ক্রিকেট বিশ্বে এখনও বেশ নবীন ইতালি। এই দলটিই এবার এমন কিছু করে দেখিয়েছে যা আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এখনও করতে পারেনি বাংলাদেশ! স্কটল্যান্ডকে হারিয়েছে তারা। ফলে প্রথমবারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার সম্ভাবনা জোরালো করেছে ইতিলিয়ানরা।

এখন পর্যন্ত স্কটল্যান্ডের সঙ্গে দুই টি-টুয়েন্টি খেলে জিততে পারেনি বাংলাদেশ। ২০১২ সালে হেগে প্রথম দেখায় ৩৪ রানে হেরেছিল তারা। এরপর ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপে ৬ রানে হেরেছিল তারা।

বুধবার নেদারল্যান্ডসের হেগে চলমান ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বের ফাইনালে স্কটল্যান্ডকে ১২ রান হারিয়ে চমক দেখায় ইতালি।

আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ পায় তারা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৫ রান তুলতে পারে ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা স্কটল্যান্ড। এর আগে ২০২৩ সালের জুলাইয়ে দুই দলের প্রথম দেখায় ১৫৫ রানের জয় পেয়েছিল স্কটিশরা।

এই জয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ২০১৯ সালে আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলা শুরু করা ইতালি। তিন ম্যাচে দুই জয়ে তাদের পয়েন্ট ৫। নিজেদের শেষ ম্যাচে আগামী শুক্রবার তারা খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।

ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্ব থেকে আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল জায়গা পাবে।

মন্তব্য করুন: