বাংলাদেশ এখনও যা পারেনি তাই করে দেখাল ইতালি
৯ জুলাই ২০২৫

ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি দল হলেও ক্রিকেট বিশ্বে এখনও বেশ নবীন ইতালি। এই দলটিই এবার এমন কিছু করে দেখিয়েছে যা আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এখনও করতে পারেনি বাংলাদেশ! স্কটল্যান্ডকে হারিয়েছে তারা। ফলে প্রথমবারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার সম্ভাবনা জোরালো করেছে ইতিলিয়ানরা।
এখন পর্যন্ত স্কটল্যান্ডের সঙ্গে দুই টি-টুয়েন্টি খেলে জিততে পারেনি বাংলাদেশ। ২০১২ সালে হেগে প্রথম দেখায় ৩৪ রানে হেরেছিল তারা। এরপর ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপে ৬ রানে হেরেছিল তারা।
বুধবার নেদারল্যান্ডসের হেগে চলমান ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বের ফাইনালে স্কটল্যান্ডকে ১২ রান হারিয়ে চমক দেখায় ইতালি।
আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ পায় তারা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৫ রান তুলতে পারে ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা স্কটল্যান্ড। এর আগে ২০২৩ সালের জুলাইয়ে দুই দলের প্রথম দেখায় ১৫৫ রানের জয় পেয়েছিল স্কটিশরা।
এই জয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ২০১৯ সালে আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলা শুরু করা ইতালি। তিন ম্যাচে দুই জয়ে তাদের পয়েন্ট ৫। নিজেদের শেষ ম্যাচে আগামী শুক্রবার তারা খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।
ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্ব থেকে আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল জায়গা পাবে।
মন্তব্য করুন: