পাকিস্তান সিরিজ শুরুর আগে আলোচনায় মিরপুরের উইকেট

১৯ জুলাই ২০২৫

পাকিস্তান সিরিজ শুরুর আগে আলোচনায় মিরপুরের উইকেট

পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে এক বছর পর মিরপুরে ফিরছে আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেট। তবে কম রান ওঠায় আলোচনায় আছে ভেন্যুর উইকেট। স্বাগতিক অধিনায়ক লিটন দাসের মতে, স্পিনারদের বাড়তি সুবিধা দিয়ে উইকেট বানালে তা ব্যাটারদের ক্যারিয়ারের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

রোববার মিরপুর শের--বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। গত বছর মে মাসে এই মাঠে অনুষ্ঠিত হওয়া সবশেষ টি-টুয়েন্টিতে আগে ব্যাট করে ১৫৭ রান করে হেরেছিল বাংলাদেশ, ম্যাচটি দিনের আলোয় অনুষ্ঠিত হয়েছিল।

পাকিস্তানের বিপক্ষে এবারের সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। ফ্লাডলাইটের আলোয় মিরপুরে শুরু হওয়া সবশেষ পাঁচ আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে আগে ব্যাট করা দলের গড় সংগ্রহ ১২৩ রানের একটু বেশি। কোনো দলই আগে ব্যাট করে ১৩০ রানও করতে পারেনি।

তবে এবারের বিপিএলে মিরপুরে রাতে শুরু হওয়া ম্যাচগুলোয় আগে ব্যাট করা দলগুলো গড়ে দেড়শর বেশি রান তুলেছিল। ফলে পাকিস্তানের বিপক্ষে সিরিজে উইকেট কেমন হবে তা নিয়ে আলোচনাও চলছে বেশ।

শনিবার প্রথম ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে পিচ সম্পর্কে লিটন বলেন, “এখানে দুইটা বিষয় আছে, আমার ক্রিকেটীয় অভিজ্ঞতা থেকে যা মনে হয়, আমরা যখন বিপিএল খেলি তখন একটা ইনিংস থাকে যেখানে শিশির পড়ার সম্ভাবনা থাকে। তো এটা আপনারাও জানেন যে, যখন শিশির পড়ে তখন ব্যাটিং করাটা সহজ হয়। আর বিপিএলে আমার মনে হয় না প্রতিটা দলে পাঁচজন মানসম্পন্ন বোলার থাকে। যে কারণে আমরা দুই-একটা বোলারের ওপর সুযোগ নিয়ে রানটা বেড়ে যায়।

কিন্তু জাতীয় দল আলাদা জায়গা। প্রতিটা দলেই পাঁচ-ছয়জন ভালো মানের বোলার থাকে। তাই আমার মনে হয় হাই স্কোরিং ম্যাচ না হলেও খেলাটা জমবে। দুই দলেরই সমান সুযোগ থাকবে।

২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়া নিউ জিল্যান্ডের বিপক্ষে মোট ১০টি টি-টুয়েন্টি খেলেছিল বাংলাদেশ। দুটি সিরিজই জিতেছিল স্বাগতিকরা। সবকটি ম্যাচই হয়েছিল মিরপুরে। এর মধ্যে কেবল একটি ম্যাচে আগে ব্যাট করা দল দেড়শর বেশি রান করতে পারে। স্পিনারদের জন্য পিচে ছিল বাড়তি সুবিধাও। ফলে রানের জন্য ব্যাটারদের বেশ সংগ্রাম করতে হয়।

পাকিস্তানের বিপক্ষে এবারের সিরিজে এমন কিছু হবে না আশা করা বাংলাদেশ অধিনায়ক বলেন, “প্রথমত, আপনার সঙ্গে আমি একমত যে অনেক খেলোয়াড়েরই ক্যারিয়ার অনেকটা নিচু হয়ে গেছে, ব্যাটার হিসেবে। আমি যদি বোলার হতাম আমার ক্যারিয়ার কিছুটা উপরে উঠত, ওই উইকেটে খেলে। অবশ্যই বাংলাদেশ দল উন্নতি করছে, সিরিজ জিতছে, এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। তবে একই সঙ্গে ব্যাটারদের জন্য একটু খারাপ ছিল।

আমার মনে হয় না এই মুহূর্তে ওই জিনিসটার আবার পুনরাবৃত্তি হবে কি না। তবে উইকেট দেখে ভালোই মনে হলো যে, একটা সমান প্রতিদ্বন্দ্বিতার ম্যাচ হবে।

মন্তব্য করুন: