তাসকিনকে নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

২০ জুলাই ২০২৫

তাসকিনকে নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে তাসকিন আহমেদকে একাদশে ফিরিয়েছে বাংলাদেশ। ডানহাতি এই পেসারকে জায়গা করে দিতে বাদ পড়েছেন শরিফুল ইসলাম।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন লিটন দাস। এই ম্যাচ দিয়ে টানা নয় টি-টুয়েন্টি পর টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক।

শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টিতে বল হাতে সময়টা ভালো যায়নি শরিফুলের। ম্যাচে ১ উইকেট শিকার করা বাঁহাতি এই পেসার ৪ ওভারে ৫০ রান দিয়েছিলেন।

লঙ্কানদের মাটিতে তিন ম্যাচের সেই সিরিজে কেবল প্রথম টি-টুয়েন্টিতে খেলেছিলেন তাসকিন। ৩ ওভারে ৪৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে পেস আক্রমণে তাসকিনের সঙ্গী হিসেবে আছেন মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। দুই স্পিনার হিসেবে আছেন শেখ মাহেদী হাসান ও রিশাদ হোসেন।

প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশ একাদশ:

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add