দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ১১০ রানে থামাল বাংলাদেশ
২০ জুলাই ২০২৫

ফখর জামানের ব্যাটে শুরুটা আগ্রাসীই করেছিল পাকিস্তান। কিন্তু বোলার ও ফিল্ডারদের দুর্দান্ত নৈপুণ্যে সফরকারীদের রানের লাগাম টেনে ধরতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে জয় দিয়ে সিরিজ শুরু করতে ১১১ রানের লক্ষ্য পেয়েছে লিটন দাসের দল।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে তিন বল আগে ১১০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। এই ফরম্যাটে দেশটিকে প্রথমবারের মতো অলআউট করল বাংলাদেশ।
তাসকিন আহমেদের শিকার ৩ উইকেট। ৪ ওভারে ৬ রানের খরচায় মুস্তাফিজুর রহমান নিয়েছেন ২ উইকেট। রানআউট হয়েছে তিনটি।
ইনিংসের চতুর্থ বলেই ফখরকে সাজঘরে ফেরানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু শেখ মাহেদী হাসানের করা ওভারে বাঁহাতি এই ব্যাটারের সহজ ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হন তাসকিন আহমেদ। তবে পরের ওভারেই দলকে প্রথম সাফল্য এনে দেন ডানহাতি এই পেসার। সাইম আইয়ুবকে (৬) তুলে নিয়ে থামান ১৮ রানের উদ্বোধনী জুটি।
পরের ওভারে মোহাম্মদ হারিসকে (৪) সাজঘরের পথ দেখান মাহেদী। এক ওভার পর অধিনায়ক সালমান আলী আগাকে (৩) কট বিহাইন্ড করান তানজিম হাসান সাকিব। পরের ওভারে হাসান নাওয়াজকে তুলে নেন মুস্তাফিজ।
পাওয়ারপ্লেতে ৪১ রানে ৪ উইকেট তুলে নেওয়ার পর পাকিস্তানকে আরও চেপে ধরতে শুরু করেন বোলাররা। অষ্টম ওভারে ফখরের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন মোহাম্মদ নাওয়াজ (৩)। এরপর রানআউটে কাটা পড়েন ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করা ফখরও।
সপ্তম উইকেটে খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদির জুটিতে একশ পার করে সফরকারীরা। খুশদিলকে (১৭) ফিরিয়ে এই জুটি ভাঙেন মুস্তাফিজ। তাসকিনের করা শেষ ওভারে কোনো রান যোগ করা ছাড়াই শেষ তিন উইকেট হারায় পাকিস্তান।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]
মন্তব্য করুন: