২ পরিবর্তন নিয়ে সিরিজ জয়ের অভিযানে বাংলাদেশ
২২ জুলাই ২০২৫

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টুয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশের একাদশে এসেছেন নাঈম শেখ ও শরিফুল ইসলাম। বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম ও তাসকিন আহমেদ।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে টস জিতে লিটন দাসের দলকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।
পাকিস্তানকে ৭ হারিয়ে সিরিজ শুরুর ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন তাসকিন। ২২ রানের খরচায় ডানহাতি এই পেসার ৩ উইকেট শিকার করেছিলেন।
অন্যদিকে লক্ষ্য তাড়ায় ১ রান করে সাজঘরের পথ দেখেন তানজিদ। বাঁহাতি এই ওপেনারের বদলে একাদশে আসা নাঈম শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে খেলেছিলেন।
দ্বিতীয় টি-টুয়েন্টিতে বাংলাদেশ একাদশ:
পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, লিটন দাস, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
মন্তব্য করুন: