জাকেরের ফিফটিতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
২২ জুলাই ২০২৫

শুরুতেই চার ব্যাটারকে হারিয়ে দারুণ চাপে পড়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত জাকের আলীর ব্যাটে কিছুটা লড়াই করার মতো সংগ্রহ পেয়েছে তারা। সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে পাকিস্তানকে ১৩৪ রানের লক্ষ্য দিয়েছে লিটন দাসের দল।
মঙ্গলবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিয়ে নেমে শেষ বলে ১৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। ৪৮ বলে ৫ ছক্কায় ৫৫ রান করেন জাকের।
স্বাগতিকরা ৬১ বলে কোনো রানই নিতে পারেনি। দলীয় শতরান পূর্ণ হয় ১৬ ওভার ৩ বলে। শেষ ৫ ওভারে ৪৭ রান তুলতে ৫ উইকেট হারায় দল। জাকের ছাড়া দুই অঙ্ক স্পর্শ করতে পারেন কেবল পারভেজ হোসেন ইমন ও শেখ মাহেদী হাসান।
ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই নাঈম শেখের (৩) উইকেট হারায় বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে একাদশে ফেরা বাঁহাতি এই ব্যাটার স্কুপ শট খেলতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন। এক ওভার পর সাজঘরের পথ দেখেন লিটন (৮)। টানা দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হলেন শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টুয়েন্টি সিরিজের সেরা খেলোয়াড়।
সালমান মির্জার করা একই ওভারে অযথা ঝুঁকিপূর্ণ রান নিতে গিয়ে রানআউটে কাটা পড়েন তাওহিদ হৃদয় (০)। পাওয়ারপ্লের শেষ ওভারে ১৩ রান করে সাজঘরের পথ দেখেন আগের ম্যাচে ফিফটি হাঁকানো ইমন।
২৮ রানে ৪ উইকেট হারানোর পর মাহেদীকে নিয়ে বিপর্যয় সামাল দেন জাকের। পঞ্চম উইকেটে এই দুই ব্যাটার যোগ করেন ৪৯ বলে ৫৩ রান। ২৫ বলে ৩৩ রান করা মাহেদী ফিরলে এই জুটি থামে। পরের ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকেন। শেষ ওভারে স্ট্রাইক নিজের কাছে রেখে দুই ছক্কা হাকিয়ে শেষ বলে আউট হন ক্যারিয়ারের তৃতীয় ফিফটি হাঁকানো জাকের।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]
মন্তব্য করুন: