এবার আকাশকে হারাল ভারত

২২ জুলাই ২০২৫

এবার আকাশকে হারাল ভারত

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে আকাশ দীপের খেলা নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল। এবার সেটিই সত্য হলো। কুঁচকির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বুধবার ম্যানচেস্টারের শুরু হতে যাওয়া ম্যাচ থেকে ছিটকে গেছেন ভারতের এই পেসার।

মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক শুভমান গিল জানান, ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা না থাকায় আকাশকে ছাড়াই নামবে তার দল।

কুঁচকিতে চোট পাওয়ায় লর্ডসে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে কেবল আট ওভার বোলিং করতে পারেন আকাশ। নিজের চতুর্থ ওভারে হ্যারি ব্রুককে বোল্ড করেন। এক সময় মাঠ ছেড়েও বেরিয়ে যান তিনি। পরে মাঠে ফিরলেও আর বোলিং করেননি ডানহাতি এই পেসার। চতুর্থ দিনের শেষ বেলায় নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে টিকতে পারেন ১১ বল।

এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথমবারের মতো মাঠে নামেন আকাশ। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট শিকার করে ভারতের ৩৩৬ রানের বড় জয়ে অবদান রাখেন তিনি।

এর আগে হাঁটুর চোটে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে যান পেস অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি। আঙুলের চোটের কারণে এই ম্যাচে বাঁহাতি পেসার আর্শদীপ সিংকেও পাবে না ভারত। ফলে সবকিছু ঠিক থাকলে যশপ্রীত বুমরাহ মোহাম্মদ সিরাজের সঙ্গে পেস আক্রমণ সাজাতে তৃতীয় পেসার হিসেবে অভিষেকের অপেক্ষায় থাকা আনশুল কাম্বোজ কিংবা প্রসিধ কৃষ্ণকে খেলাতে পারে সফরকারীরা। এর মধ্যে কৃষ্ণা প্রথম দুই টেস্টে খেলেছিলেন।

পাঁচ ম্যাচের সিরিজে - ব্যবধানে পিছিয়ে আছে ভারত।

মন্তব্য করুন: