টেইলএন্ডারদের সঙ্গে ব্যাট করতে অভ্যস্ত জাকের

২৩ জুলাই ২০২৫

টেইলএন্ডারদের সঙ্গে ব্যাট করতে অভ্যস্ত জাকের

ক্যারিয়ারের বেশির ভাগ সময় ছয়-সাত নম্বরে ব্যাটিংয়ে করেছেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে পাঁচ নম্বরে নামলেও শেষ পর্যন্ত টেইলএন্ডারদের নিয়েই দলকে লড়াই করার মতো সংগ্রহ দিয়েছিলেন জাকের আলী অনিক। আর দল জয়ের পর ডানহাতি এই ব্যাটার জানিয়েছেন, নিজের ব্যাটারদের সঙ্গে তার ব্যাটিংয়ের অভ্যাসটা বয়সভিত্তিক দল থেকেই গড়ে উঠেছে।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে পঞ্চম ওভারে জাকের যখন ক্রিজে আসেন তখন দলের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৫ রান। পরের ওভারে আরেক উইকেটের পতন হলে দলের রান ছিল ২৮-৪। এরপর পঞ্চম উইকেটে শেখ মাহেদীর সঙ্গে ৪৯ বলে ৫৩ রানের জুটি গড়ে দলের বিপর্যয় সামাল দেন জাকের।

তবে পরের কোনো ব্যাটার তাকে সেভাবে সঙ্গ দিতে পারেনি। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল দেখে শেষ ওভারের পুরোটা নিজের কাছে স্ট্রাইক রেখে দুটি ছক্কা হাঁকিয়ে দলকে ১৩৩ রানের সংগ্রহ এনে দেন জাকের। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার সময় তার ৪৮ বলে ৫৫ রানের ইনিংসটি সাজান ৫ ছক্কা ও ১ চারে।

টি-টুয়েন্টিতে ২৯ ইনিংসের মধ্যে ১০টিতে পাঁচ নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পেলেও টেস্ট ও ওয়ানডেতে সেই সুযোগ এখনও পাননি জাকের। ওয়ানডেতে খেলা ১০ ইনিংসের সবকটিতেই খেলেছেন সাত নম্বরে। ফলে বেশিরভাগ ম্যাচেই তাকে ব্যাট করতে হয় টেইলএন্ডারদের নিয়ে। নিজের ব্যাটারদের নিয়ে ব্যাটিংয়ের অভ্যাসটা বয়সভিত্তিক দল থেকেই গড়ে উঠেছে বলে সংবাদ সম্মেলনে জানান জাকের।

টেইলের ব্যাটারদের সঙ্গে আমি বয়সভিত্তিক পর্যায় থেকেই ব্যাটিং করি। বয়সভিত্তিক ক্রিকেটে ৭ নম্বরে খেলতাম। অনূর্ধ্ব-১৭তে আমার একটা একশ আছে। টেইলের সঙ্গে ৭১ রানের জুটি গড়ে একশটা করেছিলাম।

এগুলো আমার অভ্যাস আছে। এগুলো নিয়ে চিন্তাই করি না। চেষ্টা থাকে, আমার সঙ্গে যে থাকে, তাকে ব্যাটার হিসেবে একটু নিরাপদ রেখে, দুই দিক থেকেই যেন রানটা হয়, সেই চেষ্টা করি।

শুরুর বিপর্যয়ের পর জাকের যখন ক্রিজে নামেন তখন অধিনায়ক লিটন দাস তাকে বার্তা দিয়েছিলেন ১৪০ রান তোলার। সেটির কাছাকাছি নিয়ে যেতে পারায় সন্তুষ্ট জাকের।

আজকের উইকেটে আমার কাছে মনে হয়েছে ১৫৫-১৬০ হওয়া সম্ভব ছিল, যদি আমরা ভালোভাবে ব্যাটিং করতে পারতাম। তবে আমি ব্যাটিংয়ে যাওয়ার আগে অধিনায়ক বলে দিয়েছে, যেহেতু আমাদের আগে উইকেট পড়ে গেছে তাই ১৪০ রানের দিকে যাওয়ার। আমাদের ৬ রান কম ছিল। শেষে ৬টা হয়ে গেলে হত। এই জিনিসগুলা ভালো। প্রথম থেকেই আমি ক্লিয়ার মাইন্ডে ছিলাম এটার জন্যই যাব।

নাটকীয় ম্যাচে ৮ রানের জয়ে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা। দলকে বিপর্যয়ের হাত থেকে বাঁচানো ইনিংস খেলে ম্যাচ সেরা হন জাকের।

এর আগে আরও চার ম্যাচে ত্রিশছোঁয়া ইনিংস খেলেন জাকের। যার মধ্যে দুটিতে জিততে পারেনি বাংলাদেশ। প্রথমটি সংযুক্ত আরব আমিরাত ও পরেরটি পাকিস্তানের বিপক্ষে। দুটি ম্যাচই হয় গত মে মাসে। এবার দলকে জেতাতে পেরে তাই নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি।

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টুয়েন্টি সিরিজ জয়ের পর জাকের বলেন, “ম্যাচ জেতানো ইনিংস খুব জরুরি। আমি শুধু ম্যাচ জেতানো ইনিংসগুলোই কাউন্ট করি। এছাড়া আর কোনো কিছু কাউন্ট করি না। যতই ভালো খেলি, আমি কাউন্ট করি না। যদি দল না জেতে, আমিই ব্যক্তিগতভাবে কাউন্ট করি না। আজকে অবদান রাখতে পেরেছি, আজকে কাউন্ট হবে।

মন্তব্য করুন: