৪ বছর পর টি-টুয়েন্টির শীর্ষ দশে মুস্তাফিজ

২৩ জুলাই ২০২৫

৪ বছর পর টি-টুয়েন্টির শীর্ষ দশে মুস্তাফিজ

পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মুস্তাফিজুর রহমান। দুই ম্যাচে দারুণ বোলিং করে প্রায় চার বছর পর এই ফরম্যাটে বোলারদের তালিকায় শীর্ষ দশে প্রবেশ করেছেন বাঁহাতি এই পেসার।

বুধবার আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে যৌথভাবে ৯ নম্বরে আছেন মুস্তাফিজ। ৬৫৩ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশি পেসারের সঙ্গে এই জায়গা ভাগাভাগি করছেন ভারতের আর্শদীপ সিং।

এর আগে ২০২১ সালের অক্টোবরে সবশেষ র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ছিলেন মুস্তাফিজ।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে এখন পর্যন্ত ৩ উইকেটে নিয়েছেন তিনি। প্রথম ম্যাচে দেশের হয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড গড়ে বাঁহাতি এই পেসার ৪ ওভারে স্রেফ ৬ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। দ্বিতীয় ম্যাচে ১৫ রান দিয়ে নেন ১ উইকেট।

৯ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠেছেন অফ-স্পিনার শেখ মাহেদী হাসান। ৩ ধাপ পিছিয়ে ২০ নম্বরে নেমে গেছেন রিশাদ হোসেন। ১ ধাপ এগিয়ে ২৭তম স্থানে আছেন তাসকিন আহমেদ।

৯ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে আছেন তানজিম হাসান সাকিব। দ্বিতীয় ম্যাচের একাদশে ফিরে ১৭ রানে ৩ উইকেট শিকার করা শরিফুল ইসলাম ১৪ ধাপ এগিয়ে আছেন ৪৩ নম্বরে।

বোলারদের তালিকায় শীর্ষ আটটি অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। শীর্ষে আছেন নিউ জিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি।

অন্যদিকে ব্যাটারদের তালিকায় ১৮ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে অবস্থান করছেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার ওপরে আছেন বাঁহাতি এই ওপেনার। ২ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে আছেন তাওহিদ হৃদয়।

দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৫৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে ১৮ ধাপ এগিয়েছেন জাকের আলী। ৫০৮ রেটিং পয়েন্ট নিয়ে ৫৩ নম্বরে আছেন ডানহাতি এই ব্যাটার।

এই তালিকাতেও শীর্ষ আটটি অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ৮৪৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়ে ৪ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২ নম্বরে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেইজ। তার সামনে আছেন কেবল ভারতের হার্দিক পান্ডিয়া। বাংলাদেশিদের মধ্যে ১৩ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে আছেন মাহেদী।

মন্তব্য করুন: