বাংলাদেশ একাদশে ৫ পরিবর্তন
২৪ জুলাই ২০২৫

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নেওয়া বাংলাদেশ তৃতীয় ও শেষ টি-টুয়েন্টির একাদশে পাঁচটি পরিবর্তন এনেছে।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন দাস।
জ্বরের কারণে একাদশে নেই তাওহিদ হৃদয়। খেলছেন না পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। একাদশে ফিরেছেন তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ। দুই বছর পর টি-টুয়েন্টি খেলতে নামছেন নাসুম আহমেদ। বাঁহাতি এই স্পিনার সবশেষ ২০২৩ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন।
তৃতীয় টি-টুয়েন্টিতে বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
মন্তব্য করুন: